Monday, March 17, 2025
কলকাতা

গোরক্ষকদের একের পর এক হুমকি, বন্ধ হয়ে গেল কলকাতার ‘বিফ ফেস্টিভ্যাল’

কলকাতা: বিফ বদলে বিপ, তবুও বিপত্তি এড়ানো গেল না। হিন্দুত্ববাদীদের হুমকির মুখে বাতিল হয়ে গেল কলকাতার ‘বিফ ফেস্টিভাল’। আগামী ২৩ জুন মধ্য কলকাতার সদর স্ট্রিটের একটি হোটেলে ‘কলকাতা বিফ ফেস্টিভ্যালে’র আয়োজন করেছিল দ্য অ্যাক্সিডেন্টাল নোট নামে একটি সংস্থা। সেই মর্মে সোস্যাল মিডিয়ায় ইভেন্টও তৈরি করা হয়েছিল। গোমাংসে নানা রকম সুস্বাদু পদ নিয়ে এই আয়োজন নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল নেটিজেনদের মধ্যে। কয়েক হাজার মানুষ গোমাংসের বিবিধ পদের স্বাদ আস্বাদন করতে চেয়ে যোগাযোগ করেন উদ্যোক্তাদের সঙ্গে।

একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হাতে প্রচারের ভারও তুলে দেওয়া হয়। কিন্তু এরপরেই আসরে নামেন হিন্দুত্ববাদীদের একাংশ। দ্য অ্যাক্সিডেন্টাল নোটের উদ্যোক্তারা জানিয়েছেন, হিন্দুত্ববাদীদের দাবি, কলকাতার বুকে এই ধরনের আয়োজন হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে। তাই অবিলম্বে বিফ ফেস্টিভ্যাল বন্ধ না করা হলে তাঁরা পথে নামতে বাধ্য হবেন। অভিযোগ, উদ্যোক্তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। হুমকি ও চাপের মুখে এরপরই উদ্যোক্তারা ইভেন্টটির নাম বদলে ‘‌বিফ’‌ বদলে ‘‌বিপ’‌ করে দেওয়া হয়। কিন্তু তাতেও সমস্যা মেটে না।

আয়োজক সংস্থার কর্তা অর্জুন কর জানিয়েছেন, ‘‌বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন পরিচালিত পেজ এবং আরও বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আমার নাম এবং মোবাইল নম্বর শেয়ার করা হয়। আর তারপর আমি বেশ কিছু ফোনও পাই। সব মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে নাম পরিবর্তন ছাড়া আর কোনও উপায় ছিল না। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। বাতিল করতে হল অনুষ্ঠান।

বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ভারতের সাংগঠনিক সম্পাদক শচীন্দ্রনাথ সিং বলেন, গোমাংস কেউ ব্যক্তিগতভাবে খেতেই পারেন। কিন্তু তা নিয়ে উৎসবের উদ্যোগ অত্যন্ত নিন্দনীয়। তাই এই অনুষ্ঠান বন্ধ হওয়াই উচিৎ। তবে উদ্যোক্তাদের প্রাণনাশের হুমকি না দেওয়াই উচিৎ ছিল। সহিষ্ণুতার সঙ্গে বোঝানো প্রয়োজন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ-সহ দেশ জুড়ে বিজেপির ব্যাপক সাফল্যের পর কলকাতার এই ঘটনা নিশ্চিতভাবেই অত্যন্ত তাৎপর্যবাহী বলে মনে করছে ওয়াকিবহাল মহল।