বাংলাদেশি লুঙ্গিবাহিনীদের লাথি মেরে তাড়াব: সায়ন্তন বসু
মেদিনীপুর: শুক্রবার মেদিনীপুরে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল বের করে বিজেপি। মিছিলের নেতৃত্ব দেন বিজেপি নেতা সায়ন্তন বসু। মিছিল শেষে সভা করেন সায়ন্তন বসু। সভায় তিনি বলেন, দিদিমণি (মমতা বন্দ্যোপাধ্যায়) বাংলাদেশি লুঙ্গি বাহিনীর জন্য চিৎকার-চেঁচামেচি করছেন। তবে দিদিমণি আপনি জেনে রাখুন, বাংলাদেশের কোনও লুঙ্গিওয়ালাকে এখানে থাকতে দেব না। লাথি মেরে তাদের দেশ থেকে বিতাড়ন করব।
সায়ন্তন বসু বলেন, তার জন্য আপনাদের চেহারা যদি শ্মশানযাত্রীদের মতো হয়ে যায় আমাদের কিছু করার নেই। দিদিমণিকে দেখে তো মনে হচ্ছে যে, রোজই শ্মশানে গিয়ে বসে আছেন, সবই চলে গেছে। বিজেপি শরণার্থীদের নাগরিকত্ব দিতে সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি করেছ। বাংলাদেশের মুসলমানদের তাড়িয়ে দেব। তবে এখানকার মুসলমানদের কোনও চিন্তা নেই। অনুপ্রবেশকারীদের তাড়ানো হবেই।
#CAA এর সমর্থনে মেদিনীপুরে নাগরিক অভিনন্দন যাত্রার পর জনসভা ।।#IndiaSupportsCCA pic.twitter.com/SOQ7ILnL7a
— Sayantan Basu (@basusayan) January 10, 2020
তিনি বলেন, যেসব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আজাদির নামে শ্লোগান দিয়েছে তাদের দেশ থেকে বের করে দেওয়া উচিত। সায়ন্তন বসু জানান, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU) সহ মাত্র কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই রকম নাচানাচি হয়েছে। তাঁর প্রশ্ন, মিডিয়া কেন তাদের হাইলাইটস করছে?
বৃহস্পতিবার নৈহাটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। যার জেরে ফাটল ধরেছে চুঁচুড়ার চকবাজারের গৌরহরি হরিজন বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের ভবনের সর্বত্র। তাই শুক্রবার থেকে পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে স্কুলের পঠনপাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।