দৃষ্টিহীনকে বাসে তুলে দিয়ে বাড়ি উপহার পেলেন ‘সেই’ নারী
তিরুবনন্তপুরম: দৃষ্টিহীন এক ব্যক্তিকে রাস্তা পার করিয়ে, দৌড়ে গিয়ে বাস দাঁড় করিয়ে তাকে বাসে তুলে দেন কেরলের এক নারী। মানবিকতার খাতিরেই তিনি এই কাজ করেছিলেন। তবে তিনি হয়তো ভাবতে পারেননি তাঁর এই কাজ এতো প্রশংসিত হবে। লাখ লাখ মানুষের হৃদয় ছুঁয়ে যাবে এই ঘটনা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। তাঁর এই মানবিক আচরণে তাঁকে একটি নতুন বাড়ি উপহার দিয়েছে তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই আলুক্কাস গ্রুপ (Alukkas Group)।
জানা যায়, দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তা পার করিয়ে দিয়ে, বাসে তুলে দেওয়া ওই মহিলা নাম সুপ্রিয়া। তিনি কেরলের বাসিন্দা। সুপ্রিয়ার আচরণে অভিভূত হয়ে তাঁকে শুভেচ্ছা জানান আলুক্কাস গ্রুপের চেয়ারম্যান জয় আলুক্কাস (Joy Alukkas)। পরে জয় আলুক্কাস নিজে সুপ্রিয়ার ভাড়া বাড়ি গিয়ে তাঁর ও তাঁর পরিবারের সকলের সঙ্গে দেখা করেন।
আলুক্কাস গ্রুপে সেলস ম্যান হিসেবে কাজ করেন সুপ্রিয়া। চেয়ারম্যান জয় তাঁকে কোম্পানির হেড অফিসে এসে দেখা করতে বলেন। আর সুপ্রিয়াকে বলে আসেন, সেখানে তার জন্য একটি সারপ্রাইজ অপেক্ষা করছে। হেড অফিসে তাঁর জন্য যা অপেক্ষা করছিল তা স্বপ্নেও ভাবতে পারেনি সুপ্রিয়া। সেখানে তাঁকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয় সংস্থার পক্ষ থেকে। আর তাঁকে উপহার দেওয়া হয় একটি নতুন বাড়ি।
গত তিন বছর ধরে আলুক্কাস গ্রুপে কাজ করছেন তিনি। বাড়িতে দুই ছেলে-মেয়ে। তাঁর স্বামী একটি বেসরকারি সংস্থায় সাধারণ পদে কাজ করেন। একটু টানাটানির সংসার। সংস্থার মালিক এবং তাঁর স্ত্রীর ব্যবহারে চোখে জল চলে আসে সুপ্রিয়ার। সংস্থা চেয়ারম্যান জয় বলেন, এই পৃথিবী থেকে যখন দয়া-মায়ার দিন ফুরিয়ে আসছে ক্রমেই তখন এমন দয়াশীলাকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, দৌড়ে গিয়ে বাসের কন্ডাকটরকে অনুরোধ করে বাস থামিয়ে দৃষ্টিহীন ব্যক্তিকে বাসে তুলে দেন সুপ্রিয়া। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অভিনেতা রীতেশ দেশমুখ টুইটে লেখেন, যখন কেউ আমাদের লক্ষ্য করার নেই, তখনও আমাদের এমন দয়াশীল হওয়া প্রয়োজন।
We should all aim to be like her when no one is watching. #Salute pic.twitter.com/8j1Ui3mwDZ
— Riteish Deshmukh (@Riteishd) July 9, 2020