সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেরল
নয়াদিল্লি: প্রথম রাজ্য হিসেবে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেরল। পিনারাই বিজয়নের রাজ্য কেরলের অভিযোগ, এই আইন সংবিধানের সাম্যের অধিকারের পরিপন্থী। তাই এটিকে বাতিল করা হোক। এর আগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই আইনকে চ্যালেঞ্জ করে মামলা করেছে। তবে এই প্রথম কোনও রাজ্য সরকার আদালতের দ্বারস্থ হল।
সিএএ -তে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘুরা যারা ভারতে আশ্রয় নিয়েছেন, তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। কেরলের এলডিএফ সরকারের দাবি, সিএএ সংবিধানের ১৪,২১ ও ২৫ ধারার বিরোধী। ধর্মনিরপেক্ষতারও পরিপন্থী।
কয়েকদিন আগেই কেরল বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ হয়। এই মাসের শুরুতে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিএএ বিরোধিতায় ঐক্যমত্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সহ ১১ জন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন।
সিএএ বিরোধীতার পাশাপাশি, ২০১৫-র পাসপোর্ট আইনে আনা বদল এবং ফরেনার্স অ্যামেন্ডমেন্ট অর্ডারের বৈধতাকেও চ্যালেঞ্জ করেছে কেরল সরকার।