বন্যা ও ধসের জেরে কেরলে মৃত ৬৮, ত্রাণশিবিরে রয়েছেন ২.৬১ লাখ
কোচি: কেরলে নাগাড়ে বৃষ্টি ও ধসের কারণে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮। ইতিমধ্যেই মালাপ্পুরমের কাভালাপারায় সেনাবাহিনী নেমেছে উদ্ধারকার্যে। শুক্রবারের ভয়াবহ ভূমিধসের জেরে সেখানে এখনও বহু মানুষের আটকে থাকার খবর পাওয়া গিয়েছে। ধসের কারণে উদ্ধার থমকে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, পাহাড়ি এলাকায় উদ্ধারকারীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। প্রায় ১৫৫১টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ২.৬১ লাখ মানুষ। বন্যা ও ধসে শুধুমাত্র মালাপ্পুরমে ১৮ জন, কোঝিকোড়েতে ১৫ জন ও ওয়ানাডে ১০ জন মারা গিয়েছে।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দুর্গত মানুষের কাছে আর্জি জানিয়ে বলেছেন, কর্তৃপক্ষের সতর্কতা মেনে আধিকারিকদের নির্দেশ মতো যেন সবাই নিরাপদ ত্রাণশিবিরে চলে যান।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁর সংসদীয় এলাকা ওয়ানাড়ের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার বিকালেই সেখানে যান। পরে তিনি টুইটারে লেখেন, ওয়ানাদের মানুষ যা হারাল তা হৃদয়বিদারক। ফের তাঁদের নিজের পায়ে দাঁড়াতে সাধ্যমতো চেষ্টা করব।