‘কেজরিওয়ালের বাসভবনের বাথরুমে ১ কোটি টাকার পর্দা’
কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভা ভোটে বিজেপিকে রুখতে বিরোধীরা I.N.D.I.A জোট গঠন করেছে। বিরোধী জোটে যোগ দেওয়ার পর থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে আক্রমণ বেড়েছে বিজেপির।
সোমবার রাজ্যসভায় বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী (Sudhanshu Trivedi) দাবি করলেন, দিল্লিতে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে মোট ১৫টি বাথরুম রয়েছে। আর ১৫টি বাথরুমে মোট ১ কোটি টাকার কার্টন বা পর্দা লাগানো হয়েছে। কেজরিওয়াল সততার মুখোশ পরে দুর্নীতির পাহাড়ে বসে আছেন বলে অভিযোগ তুলেছেন সুধাংশু ত্রিবেদী।
২০১৩ সালে কেজরিওয়াল টুইটে অভিযোগ করেছিলেন, তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বাসভবনের বাথরুম সহ মোট ১০টি ঘরে এসি রয়েছে। এসবের ইলেকট্রিক বিল কে দেয়? সুধাংশু প্রশ্ন তোলেন, ‘কেজরিওয়ালের বাসভবনে ১৫টি বাথরুমে ১ কোটি টাকা পর্দার খরচ কে দিল।’