Sunday, June 22, 2025
Latestদেশ

‘পেট্রোল-ডিজেল তৈরি রাখুন, সবকিছু জ্বালিয়ে দিতে হবে’, নির্দেশ কংগ্রেস নেতার

ভুবনেশ্বর: ‘পেট্রোল-ডিজেল তৈরি রাখুন। নির্দেশ পেলেই সবকিছু জ্বালিয়ে দেবেন।’ এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে ডাকা বনধ চলাকালীন এমনই নির্দেশ দিতে শোনা গেল ওড়িশার প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রদীপ মাঝিকে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

গত ১৩ ডিসেম্বর রাতে ওড়িশার নবরংপুরে এক ১৬ বছরের কিশোরী নিখোঁজ হয়। পরদিন সকালে ধানখেতে উদ্ধার হয় কিশোরীর রক্তাক্ত দেহ। তাঁকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

এই গণধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে নবরংপুর জেলায় ১২ ঘণ্টা প্রতিবাদী বনধ ডাকা হয়েছিল। বনধের আগে কংগ্রেস নেতা প্রদীপ মাঝি বলেন, পেট্রোল-ডিজেল তৈরি রাখুন। যে মুহূর্তে নির্দেশ পাবেন, সেই মুহূর্তে সব জ্বালিয়ে দিন। তারপর যা হবে আমরা দেখে নেব।

সেই কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এরইমধ্যে একটি আম্বেদকর চকে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। নবরংপুরের পুলিশ সুপার জানান, হিংসায় প্ররোচনা দেওয়ায় কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তিনি বলেন, তদন্ত শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নবরংপুরের বিজু জনতা দলের (বিজেডি) সাংসদ রমেশ মাঝি বলেন, যদি জনপ্রতিনিধিরা নিজের দলের কর্মীদের হিংসা ছড়ানোর জন্য প্ররোচনা দেন, তা মানুষ ভালোভাবে নেবে না। প্রদীপ মাঝি জঙ্গিদের মতো কথা বলছেন। মনে হচ্ছে, ২০১৯ লোকসভা নির্বাচনে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি প্রদীপ।