‘সন্ত্রাসের মদতদাতা’ বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে গ্রেফতার করল এনআইএ
নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অর্থ যোগান দেওয়ার অভিযোগে বিচ্ছিন্নতাবাদী নেতা তথা জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) প্রধান ইয়াসিন মালিককে বুধবার গ্রেফতার করল এনআইএ।
মঙ্গলবারই ইয়াসিন মালিককে ধরে নিয়ে আসা হয়েছিল দিল্লিতে। জেরার পরে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ইয়াসিন মালিককে তিহার জেলে পাঠানো হয়েছে।
Kashmiri Separatist leader Yasin Malik formally arrested by NIA in courtroom in connection with 2017 terror financing and terror conspiracy case. Court sends him on NIA remand till 22nd April. (File pic) pic.twitter.com/qnDpQyRaIz
— ANI (@ANI) 10 April 2019
গতমাসেই জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ইয়াসিন মালিকের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগও রয়েছে।
বুধবার আদালত ইয়াসিন মালিককে ২২ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এবারই প্রথম নয়, ইয়াসিন মালিকের বিরুদ্ধে এর আগেও বারবার সন্ত্রাসবাদীদের অর্থ জোগানের অভিযোগ উঠেছে।