হিন্দু শাসনকালে শান্তি ছিল কাশ্মীরে: যোগী
লউনখ: হিন্দুদের শাসনকালেই শান্তিতে ছিল কাশ্মীরে। সোমবার লখনউয়ে শিখ সংগম অনুষ্ঠানে এই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, যতদিন কাশ্মীর হিন্দু শাসকের অধীনে ছিল ততদিন সেখানে শান্তি ও স্থিতাবস্থা বজায় ছিল। হিন্দু শাসন শেষ হওয়ার পর থেকেই হিন্দুদের পতন শুরু হয়েছে কাশ্মীরে। এরপর হিন্দু ও শিখরাও নিরাপত্তার অভাব বোধ করে এবং উপত্যকা ছাড়তে শুরু করেন।
মুখ্যমন্ত্রী বলেন, যখন কাশ্মীরে হিন্দু শাসক ছিলেন তখন হিন্দু, শিখ উভয়ই নিরাপদ ছিল। এখন কী অবস্থা কাশ্মীরের? হিন্দু, শিখরা কি শান্তিতে থাকতে পারছেন? একদমই নয়। হিন্দু রাজার শাসন শেষ হতেই হিন্দুদের সংখ্যা সেখানে উল্লেখযোগ্য হারে কমতে শুরু করে। কাশ্মীরের বর্তমান পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ইতিহাস থেকে আমাদের কিছু শেখা উচিত।
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath triggered a fresh controversy by claiming that the state of Jammu and Kashmir was peaceful as long as it was governed by a Hindu ruler
Read @ANI story | https://t.co/YifzaKIJ3L pic.twitter.com/7YNuX8z0NF
— ANI Digital (@ani_digital) 29 October 2018
এদিনের অনুষ্ঠান থেকে আটটি নতুন মেডিকেল কলেজ গড়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথ বলেন, এই কলেজগুলি গুরুনানকের নামে হবে।
যোগীর এই মন্তব্যের আগে কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছিলেন, শৌচালয়ে যেতে গেলেও মূলধারার রাজনীতিবিদদের হুরিয়ত কনফারেন্সের অনুমিত নিয়ে যেতে হয়। জওয়ান রাজেন্দ্র সিংয়ের মৃত্যুতে তিনি সমালোচনা করেন প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি নীরব থাকার ভূমিকাকে। ওই দুই মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে জিতেন্দ্র সিং কটাক্ষ করে বলেন, বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে মৃত্যু হল রাজেন্দ্র সিংয়ের। দু’জনের একজনও সেটা নিয়ে মুখ খুললেন না। আসলে মূলধারার রাজনীতিবিদদের এটাই হল সমস্যা। তারা হুরিয়ত নেতাদের অনুমতি ছাড়া শৌচালয়ও ব্যবহার করতে পারেন না।