Thursday, December 5, 2024
দেশ

কাশ্মীর সমস্যার জনক পণ্ডিত নেহরু: অমিত শাহ

হায়দরাবাদ: বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অন্ধ্রপ্রদেশের একটি সভা থেকে বৃহস্পতিবার বলেন, কাশ্মীর সমস্যার জনক পণ্ডিত নেহরু। অমিত শাহের অভিযোগ, নেহরুর জন্যই আজ কাশ্মীরের এই অবস্থা।

অমিত শাহ দাবি করেন, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রধানমন্ত্রী হলে কাশ্মীরের চেহারা এমনটা হত না বলে। সরাসরি কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি সভাপতি বলেন, কংগ্রেসের কাছে দেশভক্তির পাঠ নেব না।

পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা জানার পরে মোদী শ্যুটিং করছিলেন বলে বৃহস্পতিবার অভিযোগ করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তার পাল্টা জবাবে অমিত শাহ বলেছেন, মোদী দেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করেন। দেশের সুরক্ষা নিয়ে তিনি সবসময় চিন্তা করছেন। এমন একজন প্রধানমন্ত্রীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

পাশাপাশি, চন্দ্রবাবু নাইডুকে এদিন সরাসরি আক্রমণ করে অমিত শাহ বলেন, দেশের প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস না রেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বিশ্বাস করেন তিনি।