Monday, June 16, 2025
Latestদেশ

পাকিস্তানের লাফালাফিই সার, মোদীর সঙ্গে আলোচনায় কাশ্মীর ইস্যু তুললোই না চিন

চেন্নাই: কাশ্মীর ইস্যু নিয়ে কোনও ধরনের আলোচনা ছাড়াই শেষ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক ‘চেন্নাই কানেক্ট’। কাশ্মীর ইস্যু এড়িয়ে গিয়ে দুই রাষ্ট্রনেতার প্রতিশ্রুতি, সন্ত্রাসবাদ দমনে তাঁরা একসঙ্গে লড়াই করবেন। বাণিজ্য, যোগাযোগ, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের কথার।

গত শুক্রবার ২ দিনের সফরে ভারতে আসেন শি জিনপিং। মোদীর সঙ্গে দুই দফায় বৈঠকে বসেন তিনি। প্রথম বৈঠকটি হয় শুক্রবার রাতে, দ্বিতীয়টি হয় শনিবার। দ্বিতীয় বৈঠকটি হয় চেন্নাই থেকে ৫০ কিলোমিটার দূরে মমল্লপুরমে সমুদ্রসৈকতের পাশের বিলাসবহুল রিসর্ট ফিশারম্যানস কোভে।

বিদেশ সচিব বিজয় গোখেলে জানিয়েছেন, মোদী এবং জিনপিং ঠিক করেছেন, তাঁরা নিজেদের মতপার্থক্য বিচক্ষণতার সঙ্গে মিটিয়ে ফেলবেন, তা কোনওভাবেই বিতর্কে পর্যবসিত হতে দেবেন না।

মোদী বলেন, এই বৈঠকে দু’দেশের মধ্যে এক ‘নতুন যুগে’র সূচনা করবে। মোদী ও জিনপিং মমল্লাপুরমের সমুদ্রসৈকতের হাটেন, সমুদ্রকে সাক্ষী রেখে মুখোমুখি কথাবার্তা বলেন দীর্ঘক্ষণ। তারপর সরকারি স্তরে আলাপ-আলোচনায় বসেন দু’দেশের প্রতিনিধিরা। মোদী বলেন, ‘চেন্নাই কানেক্ট’ ভারত-চিন সম্পর্কের নতুন যুগের সূচনা করল।

চিনের প্রেসিডেন্ট জিনপিং বলেন, এই সফর স্মরণীয় হয়ে থাকবে। ‘হৃদয়ের সঙ্গে হৃদয়’ যোগ রেখে কথা হয়েছে তাঁদের। জিনপিং বলেন, দ্বিপাক্ষিক বিষয়ে মোদী এবং আমি মন খুলে দু’জন বন্ধুর মতো কথা বলেছি, হৃদয়ের সঙ্গে হৃদয়ের কথা হয়েছে। মোদীজির আতিথেয়তায় সত্যিই আমি মুগ্ধ।