কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এখানে কোনও ‘যদি-কিন্তু’ নেই: আজমীর শরীফ প্রধান
জেনেভা: আজমীর শরীফের প্রধান আধ্যাত্মিক নেতা হাজী সৈয়দ সলমন চিশতি বলেছেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এ সম্পর্কে কোনও ‘যদি-কিন্তু’ নেই। জেনেভা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার পর সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, কাশ্মীর সবসময়ই ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এটি নিয়ে কোনও যদি-কিন্তু নেই।
সলমন চিশতি বলেছেন, সরকার ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা ও ৩৫(এ) ধারা বিলোপ করেছে। কাশ্মীরের ভবিষ্যত প্রজন্মের সমৃদ্ধির জন্য এটি করা হয়েছে। কাশ্মীরের জনগণের উচিত এই সুযোগ গ্রহণ করা। প্রতিটি কাশ্মীরি জনগণের উচিত তাদের সন্তানদের ভবিষ্যত ও সমৃদ্ধ কাশ্মীরের কথা ভেবে এই সুযোগ গ্রহণ করা।
ভারত সরকারের ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে পাকিস্তান প্রতিনিয়ত ভুল ব্যাখ্যা এবং গুজব ছড়াচ্ছে। এর সমালোচনা করে সলমন চিশতি বলেন, পাকিস্তানের নিজস্ব মতবাদ রয়েছে, নিজস্ব ভাষা রয়েছে, যেগুলো তারা ব্যবহার করে কাশ্মীরের ৮ বআ ৯ লাখ মুসলিমদের নিয়ে এমন ধারা পোষণ করছে। তবে তারা কি অন্ধ হয়ে গেছে? তারা কি এটা চোখে দেখে না যে ভারতের ১৮০ মিলিয়নেরও বেশি মুসলমান শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং শত বছর ধরে তারা এই রাষ্ট্র গঠনে ভূমিকা রেখে চলেছে?
সলমন চিশতি আরও বলেন, সমগ্র ভারতের সঠিক চিত্র দেখতে না পারাটা পাকিস্তানের নিজস্ব অন্ধত্বের বিষয়। সলমন চিশতি ফের জোর দিয়ে বলেন, কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অংশ। এখানে কোনও ‘যদি-কিন্তু’ নেই এবং থাকতেও পারে না।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের ভারতের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছে পাকিস্তান। পাকিস্তান জুড়ে পালিত হচ্ছে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী। পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, কাশ্মীরি ভাইদের পাশে রয়েছে পাকিস্তান।