কাশ্মীর ভারতের ছিল, আছে এবং থাকবে: মেহমুদ মাদানী
নয়াদিল্লি: বৃহস্পতিবার ভারতীয় মুসলিমদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামা হিন্দের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়। ওই প্রস্তাবে বলা হয়েছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। নিরাপত্তা এবং অখণ্ডতা প্রশ্নে কোনও সমঝোতা নয়। ভারত আমাদের দেশ। আমরা সবসময় ভারতের সঙ্গে আছি। জম্মু ও কাশ্মীরের জনগণও ভারতীয়। তাঁরা আমাদের থেকে আলাদা নয়।
জমিয়তের সাধারণ সম্পাদক মেহমুদ মাদানী বলেন, কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে। যেখানে ভারত থাকবে সেখানেই আমরা আছি। আমরা দেশের সুরক্ষা ও অখণ্ডতার সাথে কোনও আপস করব না। ভারত আমাদের দেশ এবং আমরা সর্বদা এর পক্ষে দাঁড়িয়েছি। যে কোনও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ দেশ ও কাশ্মীর উভয়েরই জন্য মারাত্মক। পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে দেখানোর চেষ্টা করছে যে ভারতীয় মুসলমানরা ভারতের সঙ্গে নেই, পাকিস্তানের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেন মাদানী।
Resolution adopted by Jamiat Ulama-i-Hind at their general council meeting in Delhi reiterates ‘that Kashmir is an integral part of India and that all Kashmiris are our compatriots. Any separatist movement is harmful not only for the country but for people of Kashmir as well.’ pic.twitter.com/ItdT23Hi5p
— ANI (@ANI) September 12, 2019
মেহমুদ মাদানী বলেন, আমরা অনুভব করি যে কাশ্মীরি জনগণের মানবাধিকার এবং গণতন্ত্র রক্ষা আমাদের জাতীয় কর্তব্য। আমরা বিশ্বাস করি কাশ্মীরের উন্নয়ন এবং মঙ্গলের ভারত সরকার নিরন্তর কাজ করে চলেছে। তবে কিছু অসামাজিক, প্রতিবেশী দেশ কাশ্মীরকে ধ্বংস করার পরিকল্পনা করছে।
কেন্দ্রীয় সরকার সারাদেশে এনআরসি চালু করলে কী হবে? এই প্রশ্নে মাদানী বলেন, সারা দেশে এনআরসি চালু করা উচিত, তা হলেই স্পষ্ট হবে অনুপ্রবেশকারীদের সংখ্যা। সারা দেশে এনআরসি চালু নিয়ে আমাদের কোনও সমস্যা নেই।