Saturday, June 21, 2025
Latestদেশ

কাশ্মীর শুধু এক টুকরো জমি নয়, ভারতের মুকুট: মোদী

মুম্বাই: গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরকে দেয়া স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা বাতিল করেছে বিজেপি সরকার। এরপর থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে কংগ্রেস সহ বিজেপি বিরোধীরা। মহারাষ্ট্রের জলগাঁওতে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক নির্বাচনী সভায় ফের কাশ্মীর ইস্যুতে কংগ্রেস সহ বিরোধীদের একহাত নেন। মোদী বলেন, কাশ্মীর আমাদের জন্য শুধু একটা জমি জায়গা নয়, এটা আমাদের জন্য ভারতের মুকুট।

প্রধানমন্ত্রী বলেন, জম্মু এবং কাশ্মীরের পরিস্থিতি আগামী চার মাসের মধ্যেই আগের অবস্থায় ফিরে আসবে। মোদী বলেন, আমি আপনাদের আশ্বস্ত করছি, সেখানে গত ৪০ বছরব্যাপী চলমান যে অস্বাভাবিক পরিবেশ ছিল তা স্বাভাবিক হতে আর চার মাসের বেশি সময় লাগবে না।

মোদী সরকারের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করে কংগ্রেসসহ বিরোধীরা। বিরোধীদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মোদী বলেন, সাহস থাকলে সংবিধানে ৩৭০ ধারা ফিরিয়ে আনার কথা নিজেদের নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করুক বিরোধীরা।

মোদী বলেন, কাশ্মীর শুধু এক টুকরো মাটি নয়, ভারতের মুকুট। বিরোধীরা যদি ৩৭০ ধারা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ গ্রহণ করে তবে তাদের অস্তিত্ব থাকবে না। কারণ দেশের জনগণ কেউই তা চায় না।