Saturday, June 21, 2025
Latestদেশ

টুকলি রুখতে পরীক্ষার্থীদের মাথায় পরিয়ে দেওয়া হল কার্ডবোর্ডের বাক্স

বেঙ্গালুরু: পরীক্ষার হলে টুকলি রুখতে যেখানে অনেক সময়েই নাজেহাল হতে হয় পরীক্ষা পরিদর্শকদের। টুকলি রুখতে কর্নাটকের একটি কলেজে নেওয়া হল এক আজব কায়দা। কর্নাটকের একটি বেসরকারি কলেজে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে বসলেন কাঠবোর্ডের বাক্স বা কার্টন মাথায় পরে।

বেঙ্গালুরু থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দূরের হাভেরিতে ভগত প্রি ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তাঁরা ক্লাসরুমে কার্ডবোর্ডের বাক্স মাথায় পরে পরীক্ষা দিতে বসেছেন। জানা গেছে, টোকাটুকি বন্ধ করতে তাদের মাথায় কার্ডবোর্ডের বাক্স পরিয়ে দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। যার ফলে পরীক্ষার্থীরা শুধু নিজেদের খাতা দেখতে পাচ্ছিল। পাশে কারও খাতা দেখে লেখা বা লুকোন টুকলির কাগজ দেখে লেখা সম্ভব হয়নি।

শিক্ষার্থীরা তাঁদের মিড-টার্ম পরীক্ষা দিতে বসেছিলেন ওই অদ্ভুত কাঠবোর্ডের বাক্স পরেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবিতে পরীক্ষা পরিদর্শকদেরও পরীক্ষার্থীদের দিকে নজর রাখতে দেখা যায়। অর্থাৎ মাথায় বাক্স পরিয়েও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কলেজ কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন অনেকে। রাজ্যের শিক্ষামন্ত্রী এস সুরেশ কুমার বলেছেন, কলেজ কর্তৃপক্ষের আচরণ কখনই মেনে নেওয়া যায় না। পরীক্ষার্থীদের সঙ্গে পশুর মতো আচরণ করা উচিৎ নয়। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পুরো ঘটনাটি অগ্রহণযোগ্য এবং এই পদ্ধতিকে কোনওভাবেই মেনে নেওয়া যায় না বলে টুইট করেছেন তিনি।

শিক্ষামন্ত্রীর মতামতে সায় দিয়ে একজন টুইটারে লিখেছেন, এটি শিক্ষার্থীদের জন্য হাস্যকর এবং অবমাননাকর। হ্যাঁ, গণ টোকাটুকি একটি সমস্যা, তবে তা সমাধানের উপায় এটা নয়। যে বা যাঁরা এই ব্যবস্থার অনুমোদন করেছেন, তাঁদের শাস্তি হওয়া উচিৎ। ডেপুটি ডিরেক্টর অব পাবলিক ইনস্ট্রাকশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ অক্টোবরের ওই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।