Saturday, April 20, 2024
দেশ

বিজেপি শাসিত কর্ণাটকে বাতিল করা হল মুসলিম সংরক্ষণ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এপ্রিলেই কর্ণাটকে বিধানসভা ভোট। তার আগে বড়সড় সিদ্ধান্ত নিল বিজেপি শাসিত কর্ণাটক। এতদিন মুসলিমদের জন্য ৪ শতাংশ আসন সংরক্ষিত ছিল, কিন্তু তা প্রত্যাহার করে নেওয়া হল।

বাসবরাজ বোম্মাইয়ের সরকার জানিয়েছে, এবার থেকে সরকারি চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে মোট সংরক্ষিত আসন হবে ৫৬ শতাংশ। এদিকে, মুসলিমদের জন্য ৪ শতাংশ আসন সংরক্ষণ প্রত্যাহার করে নেওয়া হল।

কর্ণাটক সরকার জানিয়েছে, আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণির জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এই ১০ শতাংশের মধ্যেই মুসলিমদের সংরক্ষণ নির্ধারিত হবে। আলাদা ভাবে মুসলিমদের জন্য কোনও সংরক্ষণ থাকবে না।

এদিকে, ৪ শতাংশ ওবিসি মুসলিম কোটা কর্ণাটকের সবচেয়ে বড় দুই সম্প্রদায় – লিঙ্গায়াত এবং ভোক্কালিগাদের মধ্যে ভাগ করা হয়েছে। ভোক্কালিগাসের জন্য কোটা ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। পঞ্চমশালি, বীরশৈব এবং অন্যান্য লিঙ্গায়ত সহ অন্যান্য শ্রেণীর জন্য কোটাও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের তরফে দেশের যেকোনও রাজ্যে সংরক্ষণের সর্বোচ্চ হার ৫০ শতাংশ করে দেওয়া হয়েছিল। যেখানে কর্ণাটক সরকার সংরক্ষণ ৫৬ শতাংশ ঘোষণা করেছে। এর ফলে তারা দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করলো বলেই মনে করা হচ্ছে।