Thursday, June 19, 2025
Latestদেশ

কর্ণাটকে উপনির্বাচনে ১৫টি আসনের মধ্যে বিজেপি অন্তত ১২টি আসন জিতবে, বলছে এক্সিট পোল 

বেঙ্গালুরু: বৃহস্পতিবার কর্ণাটকে ১৫টি বিধানসভা আসনে উপনির্বাচন হল। এদিন ভোট পড়েছে ৬০ শতাংশ। রাজ্যের এই বিধানসভা উপনির্বাচন বিজেপির কাছে বড় পরীক্ষা। হিসাব অনুযায়ী, ক্ষমতায় টিকে থাকতে হলে বিজেপিকে ১৫টি আসনের মধ্যে অন্তত ৬টি আসনে জিততে হবে। বিজেপির রাজ্য নেতৃত্ব আশা করছে, ৬ নয়, ১৫ আসনেই জিতবেন তাঁরা।

সি-ভোটার এক্সিট পোল বলছে, আগামী সাড়ে তিনবছর বিজেপির বি এস ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন সরকার ক্ষমতা ধরে রাখবে পারবে। ১৫টি আসনের মধ্যে অন্তত ১২টি আসনে জিতবে বিজেপি। কংগ্রেস পেতে পারে মাত্র ৩টি আসন পাবে। অন্যদিকে জেডিএস পেতে পারে মাত্র ২টি আসন।

এদিকে, পাবলিক টিভির বুথ ফেরত সমীক্ষা বলছে, ১৫টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে ৮ থেকে ১০টি আসন। কংগ্রেস পেতে পারে ৩ থেকে ৫টি আসন। আর জেডিএস পেতে পারে ১ থেকে ২টি আসন। অন্যদিকে নির্দল প্রার্থীরা পেতে পারে একটি আসন।

এদিন কর্ণাটকের আঠানি, কাগওয়া, গোকাক, ইয়েল্লাপা, হিরেকেরুর, রানেবেন্নুর, বিজয়নগর, ইশওয়েনথপুর, হসকোটে, কে আর পেটে এবং হনসুর কেন্দ্রে উপনির্বাচন ছিল।