কর্ণাটক উপনির্বাচনে ১৫টি আসনের মধ্যে ১২টিতে এগিয়ে বিজেপি
বেঙ্গালুরু: গত ৫ নভেম্বর, বৃহস্পতিবার কর্ণাটকে ১৫টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। আজ ফলাফল প্রকাশ হচ্ছে এবং আজকের ফলাফলের উপরই আপাতত নির্ভর করছে বিজেপি সরকারের স্থায়িত্ব। সরকার বজায় রাখতে ১৫টির মধ্যে ৬ আসনে জিততেই হবে বিজেপির। গণনায় দেখা যাচ্ছে, ১২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। ২ আসনে এগিয়ে কংগ্রেস এবং ১টি আসনে এগিয়ে নির্দল প্রার্থী।
উপনির্বাচনে বিজেপি ১৫ আসনে মোট ১১ জন বিক্ষুব্ধ প্রাক্তন কংগ্রেস বিধায়ককেই তাদের প্রার্থী করেছিল। এছাড়া ৩ জন বিক্ষুব্ধ প্রাক্তন জেডিএস বিধায়ককেও প্রার্থী করে গেরিয়া শিবির। ১৪ নভেম্বর এরা বিজেপিতে যোগ দিয়েছিলেন।
২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় এই মুহূর্তে বিজেপি সরকারের কাছে ১০৫টি বিধায়ক-সহ ১ জন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে। অন্যদিকে, কংগ্রেস- জেডিএস জোটের রয়েছে যথাক্রমে ৬৬ ও ৩৪ বিধায়কের সমর্থন। ফলে এই উপনির্বাচনের ফলাফলের উপরে নির্ভর করছে, ইয়েদুরাপ্পা সরকারের স্থায়িত্ব।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর আথানি, কাগোয়াড, গোকক, ইয়েল্লাপুরা, হিরেকেরুর, রানিবেন্নুর, বিজয়নগর, চিকবাল্লাপুরা, কেআরপুরা, ইয়াবসবন্তপুরা, মহালক্ষ্মী লেআউট, শিবাজিনগর, হোসাকোটে, কেআরপেটে, হুনসুর কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল।