চার লাখের বেশি ভোটের ব্যবধানে কানহাইয়াকে হারালেন বিজেপির গিরিরাজ সিং
পাটনা: ভোট প্রক্রিয়া শুরুর প্রথম থেকেই গোটা দেশের নজর ছিল বেগুসারাইয়ের দিকে। বিহারের বেগুসারাই থেকে ভোটে লড়েছিলেন কানাইয়া কুমার। তবে নির্বাচনী লড়াইতে শেষমেশ পারলেন না কানাহাইয়া। গিরিরাজ সিংয়ের কাছে প্রায় চার লাখ ভোটে হারতে হলো তাঁকে। গণনা শুরুর পর থেকেই দেখা যায় ক্রমাগত লড়াইয়ের বাইরে চলে যেতে থাকেন কানহাইয়া। এরপর ধীরে ধীরে ব্যবধান বাড়তে থাকে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মোট ১২ লাখ ১৭ হাজার ভোটের মধ্যে ৬ লাখ ৯২ হাজার ভোট পেয়েছেন গিরিরাজ। চতুর্থ দফায় মানে ২৯ এপ্রিল এই কেন্দ্রে ভোট হয়েছিল। কিন্তু ভালো লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেও শেষমেশ ২ লাখ ৭০ হাজারের বেশি ভোট পেলেন না কানাইয়া। প্রায় ৪ লাখ ২২ হাজার ভোটে তাঁকে পরাজিত করলেন গিরিরাজ। এই কেন্দ্রের জোট প্রার্থী তানভীর হাসান পেলেন ১ লাখ ৯৮ হাজার ভোট।
Swara Bhaskar campaigned for 4 Candidates:
1. Kanhaiya Kumar, CPI
He is losing by 4 lakh votes2. Atishi Marlena, AAP
She is losing by 3 lakh votes3. Digvijaya Singh, Congress
He is losing by 2 lakh votes4. Amra Ram, CPM
He is losing by 7 lakh votes.path breaking results.
— Anshul Saxena (@AskAnshul) May 23, 2019
উল্লেখ্য, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্র সভাপতিকেই প্রার্থী করেছিল সিপিআই। গত তিনবছরে বামপন্থী আন্দোলনের অন্যতম ‘মুখ’ হয়ে উঠেছিলেন কানহাইয়া। তাঁকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন অনেকেই। ভোট প্রচারে ক্রাউড ফান্ডিংযের নিরিখেও বাকিদের টপকে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না।