Monday, June 16, 2025
Latestদেশ

‘অপরাজিত অযোধ্যা’, রাম মন্দির নিয়ে সিনেমা বানাবেন কঙ্গনা

মুম্বাই: এবার প্রযোজক হিসাবে হাতেখড়ি হচ্ছে কঙ্গনা রানাওয়াতের। অযোধ্যা মামলার উপর সিনেমা প্রযোজনা করবেন কঙ্গনা। ছবির নাম ‘অপরাজিত অযোধ্যা’। ছবির প্রি-প্রোডাকশনের কাজও অনেকখানি এগিয়ে ফেলেছেন কঙ্গনা। মুম্বই মিররকে দেওয়া এক সাক্ষাত্‍কারে এই কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। এর আগে ‘মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’তে যৌথ পরিচালকের ভূমিকায় দেখা মিলেছিল কঙ্গনাকে।

কঙ্গনা জানিয়েছেন, ‘অপরাজিত অযোধ্যা’ সিনেমার জন্য একটি প্রথম সারির স্ট‌ুডিওর সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ছবির স্ক্রিপ্ট লিখবেন বাহুবলী সিরিজের লেখক কে.ভি. বিজয়েন্দ্র প্রসাদ।

প্রথম প্রযোজনা প্রসঙ্গে কঙ্গনা বলেছেন, আশির দশকে জন্ম হওয়ায় ছোটবেলা থেকেই রাম মন্দিরকে ঘিরে বিতর্কের কথা শুনে বড় হয়েছি। বছরের পর বছর ধরে এই বিষয়টি দেশের রাজনীতির রঙ বদলে দিয়েছে। সুপ্রিম কোর্টের রায় আমাদের ধর্ম নিরপেক্ষতা ও সহিষ্ণুতার ছবিকেই সঠিক ভাবে তুলে ধরেছে।

কঙ্গনা জানান, ‘অপরাজিত অযোধ্যা’ ছবিটা আলাদা হতে চলেছে, কারণ এটি আসলে একজনের নাস্তিক থেকে আস্তিকে পরিণত হওয়ার গল্প। আমাদের দেশের একতা ও ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করার অনেক চেষ্টা হয়েছে। তবু আমরা আমাদের বিশ্বাসকে হারিয়ে যেতে দিইনি। এই বিশ্বাসের গল্পই শোনাবে ‘অপরাজিত অযোধ্যা’।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর, সুপ্রিম কোর্ট বিতর্কিত ২.৭৭ একর জমি নিয়ে রায় ঘোষণা করেছে। রায়ে বলা হয়েছে, একটি ট্রাস্ট গঠন করে তিন মাসের মধ্যে মন্দির তৈরি করতে হবে। অন্যদিকে, মুসলিমদের মসজিদ নির্মাণের জন্য অযোধ্যার অন্যত্র ৫ একর জমি দেওয়া হবে। অযোধ্যা বিতর্কের সূত্রপাত থেকে রায়– এই সম্পূর্ণ সময়টাই থাকবে কঙ্গনা প্রযোজিত ছবির চিত্রনাট্যে, এমনটাই জানা গিয়েছে।