Tuesday, June 24, 2025
দেশ

কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে ফেরানো হোক: কঙ্গনা রানাওয়াত

মুম্বাই: গত ৮ জুন জঙ্গিরা জম্মু-কাশ্মীরের অনন্তনাগে গুলি করে হত্যা করেছে কাশ্মীরি পণ্ডিত তথা স্থানীয় পঞ্চায়েত প্রধান অজয় পণ্ডিতকে। এই ঘটনায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সরব হয়েছেন। কঙ্গনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কাশ্মীরি পণ্ডিতরা যাতে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

পাশাপাশি বলিউড সেলেবদের তীব্র কটাক্ষ করেন কুইন তারকা। কঙ্গনার অভিযোগ, বলিউড তারকাদের নাকি এজেন্ডাই হল ‘নির্বাচিত ধর্মনিরপেক্ষতা’। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা রানাওয়াতের ১ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওতে অভিনেত্রী কাশ্মীরি পণ্ডিত হত্যার ঘটনায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কাছে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।

ভিডিওতে একটি প্ল্যাকার্ড হাতেও দেখা যায় কঙ্গনাকে। তাতে লেখা রয়েছে, আমি হিন্দুস্তান, আমি লজ্জিত। অজয় পণ্ডিতের জন্য বিচার চাই। অনন্তনাগে হত্যা… জম্মু-কাশ্মীর। কঙ্গনা রানাওয়াত বলেন, কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে ফেরানো উচিত। তাঁদের জায়গা তাঁদের ফিরিয়ে দেওয়া উচিত। অজয় পন্ডিতের বলিদান ব্যর্থ যাবে না।

অজয় পণ্ডিতের হত্যার প্রতিবাদে মুখ খুললেন বলিউড অভিনেতা অনুপম খেরও। কঙ্গনার অভিযোগ, অন্যান্য সময় প্ল্যাকার্ড হাতে কিংবা মোমবাতি, পাথর, পেট্রোল বোমা হাতে, বলিউড সেলেবরা কিংবা বুদ্ধিজীবীরা রাস্তায় বেরিয়ে পড়েন দেশকে জ্বালাতে কিংবা কোনও ইস্যুকে আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতে। কিন্তু কাশ্মীরি পণ্ডিত হত্যায় তারা মুখে কুলুপ এটেছেন। উল্লেখ্য, ৯০-এর দশকে প্রায় ছয়-সাত লাখ সংখ্যালঘু হিন্দু পরিবার যাঁদেরকে ‘কাশ্মীরি পণ্ডিত’ বলা হয়, মুসলিমদের অত্যাচারে প্রাণভয়ে ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়৷