১৯ কেজি সোনা দিয়ে মুড়ে দেওয়া হল কামাক্ষ্যা মন্দিরের চূড়া
গুয়াহাটি: ৫১ পিঠের অন্যতম অসমের নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দির। এবার সেই বিখ্যাত কামাক্ষ্যা মন্দিরের চূড়া ১৯ কেজি সোনা দিয়ে মুড়ে দিল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কামাখ্যা মন্দিরের মূল গম্বুজের পাশে তিনটি বিরাট কলস রয়েছে। সেই তিনটি কলসই সোনায় মোড়া হয়েছে।
বৃহস্পতিবার সোনার গম্বুজের উন্মোচন করা হয়েছে। কামাক্ষ্যা মন্দির ট্রাস্ট বোর্ড জানিয়েছে, করোনা প্রোটোকল মেনে ছোট অনুষ্ঠানের মাধ্যমে গম্বুজের উদ্বোধন হয়।
বোর্ডের সভাপতি মোহিত চন্দ্র শর্মা জানিয়েছেন, আধিকারিকরা দেবী পুজো করেছেন, যজ্ঞ করেছেন। এরপর কুমারী পুজো করেছেন। তারপর মন্দিরের প্রধান গম্বুজের উন্মোচন হয়।
শেষবার যখন আম্বানি কামাখ্যা মন্দিরে যান, তখনই মন্দির কর্তৃপক্ষকে কথা দিয়েছিলেন, মূল মন্দিরের চূড়া সোনা দিয়ে মুড়ে দেবেন তিনি। তার জন্য যা খরচা হবে, তার সবটাই তিনি দেবেন। সেই কথা রাখলেন আম্বানি।
গত সেপ্টেম্বরে শুরু হয়েছিল মন্দিরের চুড়ো সোনা দিয়ে মোড়ার কাজ। অবশেষে বৃহস্পতিবার সোনার গম্বুজের উন্মোচন করা হয়েছে।
উল্লেখ্য, ৫১ সতীপীঠের অন্যতম কামাখ্যা মন্দির যেখানে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। এ কারণেই প্রতিবছর এখানে জাঁকজমকে অম্বুবাচী মেলা হয়। হাজার হাজার ভক্তের আগমণ ঘটে। আলোয় আলোকিত হয়ে ওঠে গোটা চত্বর।


