Thursday, September 19, 2024
কলকাতা

বাড়ির কালীপুজোয় আমন্ত্রিত বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে কাটালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: রাজ্যবাসীর মঙ্গল কামনায় শক্তির আরাধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এবারও তার কালীঘাটের বাড়িতে ধুমধাম সহকারে আয়োজিত হয় মাতৃ আরাধনা। উপবাস রেখে নিজের হাতে সকাল থেকে পুজোর যাবতীয় আয়োজনে ব্যস্ত তিনি। এদিন বাড়ির কালীপুজোয় মমতাকেই দেখা গেল সমস্ত দিক একা হাতে তদারকি করতে। ‘দিদি’র বাড়ির পুজোয় এদিন যেন ছিল তারার মেলা!

এ বছর ৪০ বছরে পদার্পণ করল মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো। প্রতিবছরের মতো এবারও পুজো শুরুর আগে চেতলার নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে সময় কাটিয়েছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বৃদ্ধাশ্রমের আবাসিকদের তাঁর বাড়ির কালীপুজোয় আসার জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তাঁর আমন্ত্রণ গ্রহণ করে মুখ্যমন্ত্রীর বাড়িতে এলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। এসে করলেন ভক্তিমূলক গান। আর পাশে বসে তাঁদের সেই গান প্রাণ ভরে শুনলেন মমতা।

এদিন রাতে কালীপুজোয় মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখা গেল সাংসদ দেবকে। কালীপুজোর দিন হোম চলাকালীন অভিনেতা সোহমকে সঙ্গে নিয়ে তিনিও হাজির ছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়ির পুজোয়। নবনীড়ের আবাসিকদের নিয়ে এসেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এ ছাড়া ছিলেন শশী পাঁজা, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত বক্সি, নির্মল মাজি, ডেরেক ও’‌ব্রায়ান, শান্তনু সেন–সহ বিশিষ্টরা।