মা-বোনের সঙ্গে দুর্গাপুজোয় মাতলেন বলিউড অভিনেত্রী কাজল
মুম্বাই: আজ ষষ্ঠী। পুজোর আনন্দে মেতে উঠেছেন সকলে। প্রত্যেক বছরের মতন এবারেই দুর্গাপুজোয় আনন্দ করতে দেখা গেল মুম্বাইয়ের মুখার্জি পরিবার। পূজা উপলক্ষে একত্রিত হয় গোটা মুখার্জি পরিবার।
ষষ্ঠীর দিন মা তনুজা ও বোন তানিশাকে নিয়ে পূজা মণ্ডপে হাজির হলেন কাজল। তাদের সঙ্গে দেখা গেল কাকাতো বোন অভিনেত্রী শর্বাণী মুখোপাধ্যায় ও ভাই সম্রাট মুখোপাধ্যায়কে। সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পুজোর সকালে কাজলকে দেখা গেল নজরকাড়া লাল কুর্তিতে। কাজলের সঙ্গে দেখা গেল তাঁর মাকেও। কন্যা কাজলের সঙ্গে সেলিব্রেশনের মুডে দেখা গেল তনুজাকেও। কাজলের বোন তানিশাকে দেখা যায়, গোলাপী রঙয়ের শাড়িতে। পুজোর সকালে কাজল অঞ্জলিও দিলেন। পুজো মন্ডপে গিয়ে একেবারে বাঙালী মুডে তাঁকে অঞ্জলি দিতে।