অযোধ্যা মামলার রায়দানের পর দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কৈলাস বিজয়বর্গীয়
কলকাতা: অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে স্বাগত জানালেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, মানুষের উচিৎ ভগবান রামের আদর্শকে অনুসরণ করা ও ভালোবাসার বার্তাকে ছড়িয়ে দেওয়া।
অযোধ্যা মামলার রায় প্রকাশিত হওয়ার পর দেশের মানুষকে অভিনন্দন জানিয়ে টুইটে বিজয়বর্গীয় জানান, সর্বোচ্চ আদালত এই রায়ের মাধ্যমে বিশ্বের কাছে দেশের বিচারব্যবস্থার প্রতি সম্মান আরও বাড়াল। আমাদের দেশবাসীদেরও উচিত ভগবান রামের পারস্পরিক ভালোবাসার বার্তাকে অনুসরণ করা এবং এমন এক পরিবেশ তৈরি করা যাতে সারা বিশ্বের কাছে দেশের গৌরব বাড়ে।
मान बढ़ा, सम्मान बढ़ा !!!
देश के इतिहास में आज का दिन स्वर्णिम अक्षरों से लिखा जाएगा। माननीय सर्वोच्च न्यायालय ने दशकों पुरानी समस्या का सर्वसम्मत निराकरण कर दुनिया में भारत की न्यायपालिका का मान सम्मान बढ़ाया है।
ऐतिहासिक निर्णय पर सभी देशवासियों को बधाई!#RamMandir pic.twitter.com/BClqONCPc5
— Kailash Vijayvargiya (@KailashOnline) November 9, 2019
শনিবার অযোধ্যা মামলার রায়ে অযোধ্যা বিতর্কিত জমির পুরোটাই(২.৭৭ একর) হিন্দুদের দেওয়া হয়েছে। অন্যদিকে, মসজিদ নির্মাণে সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দিতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে তিনমাসের মধ্যে একটি ট্রাস্ট গঠন করতে বলেছে। ওই ট্রাস্ট অযোধ্যা বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণ করবে।
এই রায়দানের মধ্যে দিয়েই শেষ হল দীর্ঘদিনের ধর্মীয় এবং রাজনৈতিক ইস্যুটি। এদিন সর্বসম্মত রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে গড়িত এই বেঞ্চের অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি এসএ বোবদে, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এস আব্দুল নাজির।