অসমের পর টার্গেট পশ্চিমবঙ্গ, গোটা দেশে NRC হবেই: কৈলাস বিজয়বর্গীয়
কলকাতা: শনিবার সকাল ১০টায় প্রকাশ করা হয় অসম এনআরসির চুড়ান্ত তালিকা। অসমের চূড়ান্ত নাগরিকপঞ্জিতে নাম বাদ গিয়েছে ১৯ লক্ষেরও বেশি মানুষের। এবার বাংলায় এনআরসি করা নিয়ে হুঁশিয়ারি দিলেন বিজেপির এরাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
শনিবার তিনি সাফ জানালেন, বাংলায় এনআরসি হবেই। কারণ বাংলা দিয়েই গোটা দেশে ছড়িয়ে পড়ছে অবৈধ নাগরিক। তাঁর দাবি, বাংলার সীমান্ত দিয়েই এদেশে প্রবেশ করছেন বাংলাদেশিরা। তাই বাংলায় এনআরসি হওয়া জরুরি। বৈধ নাগরিকদের খুঁজে নিতেই হবে।
তিনি বলেছেন, এদেশের নাগরিকদের বিদেশি বানানো আমাদের লক্ষ্য নয়। বৈধ নাগরিকরা থাকুন এদেশে। যাঁদের নাগরিকত্বের প্রমাণ নেই, তাঁদেরকে এখনই বিদেশি ঘোষণা করা হচ্ছে না। তাঁরা যাতে নাগরিকত্বের প্রমাণ লাভ করতে পারেন, তার জন্য সমস্তরকমের সহযোগিতা করবে বিজেপি সরকার।
তবে বিজেপি যে সহযোগিতার কথা বলছে, তা কতটা কার্যকর হবে সেই নিয়েই দুশ্চিন্তায় লাখ-লাখ মানুষ। এনআরসির চূড়ান্ত তালিকার পরও রয়ে গিয়েছে অসংখ্য ভুল ত্রুটি। আর তাতেই কিংকর্তব্যবিমূঢ় অসমবাসী। বিনা কারণে এনআরসি তালিকায় নাম নেইদের তালিকায় আট থেকে আশি সবাই রয়েছেন।
৪৭ বছরের কৃষক মিজানুর রহমানের নিজের ও এক ছেলে ও দুই মেয়ের নাম রয়েছে তালিকায়। কিন্তু তাঁর স্ত্রী ও তিন কন্যার নাম নেই। আবার ৪২ বছরের দিপালী দাসের নিজের নাম, স্বামী ও তাঁদের বিবাহিত কন্য়ার নাম থাকলেও তালিকায় নেই তাঁদের ২৩ বছরের ছেলের। ৭০ বছরের বিনয় ভূষণ সরকারের নাম ছিল অনলাইন তালিকায়। কিন্তু চূড়ান্ত তালিকায় নিজের নাম খুঁজে পাননি তিনি।