Saturday, June 21, 2025
Latestদেশ

খুব খুশি, অন্তত একজন মেয়ে সুবিচার পেল, অন্য রাজ্যের পুলিশের শেখা উচিত: নির্ভয়ার মা

নয়াদিল্লি: হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসক গণধর্ষণ ও পুড়িয়ে খুনের ঘটনায় চার অভিযুক্তকে শুক্রবার এনকাউন্টারে ঝাঁঝরা করে দিল তেলেঙ্গানা পুলিশ। যেখানে নিগৃহীতার গায়ে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেখানে ঘটনা পুননির্মাণের জন্য শুক্রবার ভোর ৩টা নাগাদ চার অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়। সেই সময় কর্তব্যরত পুলিশকর্মীর সার্ভিস রিভলবার নিয়ে পালানোর চেষ্টা করে ধৃতরা। তখন পুলিশ বাধ্য হয়ে গুলি চালালে এনকাউন্টারে চার ধর্ষকের ভবলীলা সাঙ্গ হয়।

এই এনকাউন্টারের খবর পেয়ে স্বস্তির শ্বাস ফেললেন নির্ভয়ার মা আশাদেবী। তিনি বলেন, আমার ক্ষতে কিছুটা হলেও মলম পড়ল। অভিনন্দন যোগ্য কাজ করেছে হায়দরাবাদ পুলিশ। আজ এই ধরনের শাস্তিরই প্রয়োজন রয়েছে।


২০১২ সালের ডিসেম্বরে একটি চলন্ত বাসে গণধর্ষণ করা হয়েছিল ‘নির্ভয়া’কে। গুরুতর আহত অবস্থায় পরে সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ ডিসেম্বর মৃত্যু হয় নির্ভয়ার। ঘটনার দীর্ঘ ৭ বছর কেটে গেলেও এখনও দোষীদের ফাঁসির সাজা কার্যকর করা হয়নি।

হায়দরাবাদ এনকাউন্টারে চার অভিযুক্তের মৃত্যুর ঘটনার পর প্রতিক্রিয়া দিলেন সেই নির্ভয়ার মা আশা দেবী। তিনি বলেন, অন্তত একজন মেয়ে সুবিচার পেল। আমি পুলিশকে ধন্যবাদ জানাব। আমি ৭ বছর ধরে চিত্‍‌কার করে চলেছি অপরাধীদের শাস্তির দাবিতে। প্রয়োজনে সমাজের স্বার্থে আইন ভাঙার কথাও বলেছি কতবার। দীর্ঘ ৭ বছর ধরে মেয়ের ধর্ষকদের ফাঁসির দাবিতে লড়ে যাচ্ছি। দিনের পর দিন আদালতে চক্কর কেটে যাচ্ছি। আবারও একটা ১৩ ডিসেম্বর আসছে। আবার আদালতে যেতে হবে।