নাগরিকত্ব আইনের সমর্থনে এবার রাস্তায় নামলেন বলিউড তারকারা
নয়াদিল্লি: জেএনইউয়ে হামলার নিন্দায় প্রতিবাদে ‘ফ্রি কাশ্মীর’ লেখা প্ল্যাকার্ডের বিরোধিতা করে বুধবার প্রতিবাদ সভার আয়োজন করেছিল বিজেপি। সেই সভায় উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। বিজেপির আয়োজিত এই বিক্ষোভ সভায় অংশ নেন অভিনেতা দিলীপ তাহিল-সহ বিশিষ্ট ব্যাক্তিরা।
জুহি চাওলা বলেন, সরকারের সমালোচনা করার আগে আমরা নিজেদের সমোলোচনা করি। আমরা সিএএ ও এনআরসি কি তা না জেনে বুঝেই সরকারকে কাঠগড়ায় তুলছি। সরকার বিভাজনের রাজনীতি করছে বলে চিৎকার করছি। এতো তাড়াহুড়ো কিসের? আমরা সবাই বিভাজন বিভাজন করে চিৎকার করছি। কিন্তু কেউ তো একতার কথা বলছি না।
When Deepika is in JNU – she’s the real star who’s got some spine and excercising her freedom of expression#JuhiChawla expresses her view – she is paid and doesn’t have the right to speak
Lessons in building a liberal and democratic society by the champions of FoE activists ! pic.twitter.com/lIkELJzDr3
— Vinita Hindustani?? (@Being_Vinita) January 9, 2020
তিনি বলেন, আমরা একটা কাজ করতে গিয়ে ভাবি কিভাবে সেটা শেষ করব! সেই কাজ শেষ করতে গিয়ে কিছু একটা হলেই সংবাদমাধ্যম সমালোচনা শুরু করে দেয়। আপনার প্রতিক্রিয়া কি? জানতে চাওয়া হয়। আরে! আগে কি হয়েছে? কেন হয়েছে? কি হতে পারতো? সেটা আগে জেনে-বুঝে নিই, তারপর তো প্রতিক্রিয়া দেব। আগে মানুষ জানুক, বুঝুক সিএএ কি এবং কেন? এনআরসি কেন করা হচ্ছে? তারপর তো প্রতিক্রয়া। তবে আমরা সেই সময়টুকুও দিই না।
আক্রমণাত্মক ভাষায় জুহি চাওলা বলেন, সরকার কি করছে না জানতে চেয়ে, আমরা কি করছি সেটা আগে জানি। কারও দিকে আঙুল তুললে, বাকি ৩টি আঙুল নিজের দিকেও থাকে সেটা মনে রাখা দরকার।