Saturday, February 8, 2025
দেশ

যৌথ সংসদীয় কমিটিতে পাস হল ওয়াকফ বিল, ১৪টি সংশোধনী প্রস্তাব

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তর্ক বিতর্কের মধ্যেই যৌথ সংসদীয় কমিটিতে (জেপিসি) পাস হল ওয়াকফ বিল। গত আগস্টে পেশ হওয়া এই বিল নিয়ে কমিটি ১৪টি সংশোধনী অনুমোদন করলেও বিরোধীদের আনা ৪৪টি সংশোধনী প্রস্তাব সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ, আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কেন্দ্র দ্রুত এই বিল পাশ করানোর চেষ্টা করছে।

উত্তপ্ত বৈঠক ও সাসপেনশন

গত শুক্রবার ও শনিবার জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পালের তত্ত্বাবধানে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজেপির নিশিকান্ত দুবে ও তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তুমুল বাদানুবাদ হয়। বিরোধীদের অভিযোগ ছিল, চেয়ারম্যান পালের তাড়াহুড়োর কারণে বিলের যথাযথ পর্যালোচনা হচ্ছে না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, ১০ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়।

সংশোধনী ও বিতর্ক

সরকারি সূত্রে জানা গেছে, বিজেপি মোট ২৩টি সংশোধনী প্রস্তাব করে, যার মধ্যে ১৪টি গৃহীত হয়। তবে বিরোধীদের আনা ৪৪টি সংশোধনীর কোনওটিই গ্রহণ করেনি কমিটি। বিরোধীরা অভিযোগ করেছেন, বিল নিয়ে যথেষ্ট আলোচনা ও বিশ্লেষণের সুযোগ দেওয়া হয়নি এবং বিভিন্ন পক্ষের মতামতও উপেক্ষা করা হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা

বিলের ১৪টি সংশোধনী নিয়ে আগামী ২৯ জানুয়ারি চূড়ান্ত ভোটাভুটি হবে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত রিপোর্ট সংসদে পেশ করা হবে।

বিরোধীদের আপত্তি ও তীব্র সমালোচনার মধ্যেও ওয়াকফ বিল পাস করানোয় কেন্দ্রের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। তবে এই বিল ঘিরে বিরোধী ও শাসকপক্ষের উত্তেজনা আগামী দিনেও সংসদের পরিবেশ উত্তপ্ত রাখবে, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।