Tuesday, June 24, 2025
Latestকলকাতা

জনজোয়ারই প্রমাণ করল বাংলা নাগরিকত্ব আইনের পক্ষে: জেপি নাড্ডা

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে সোমবার কলকাতায় অভিনন্দন যাত্রার আয়োজন করল বিজেপি। সোমবার প্রায় তিন ঘন্টা ধরে অভিনন্দন যাত্রা করে গেরুয়া শিবির। এই অভিনন্দন যাত্রায় জনজোয়ারের মাধ্যমে মুখ্যমন্ত্রীকেও বার্তা দিল গেরুয়া শিবির। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করায় অভিনন্দন যাত্রা শেষে সভা থেকে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা।

জেপি নাড্ডা বলেন, সোমবারের জনজোয়ারই প্রমাণ করল বাংলা নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে। নয়া এই আইন নাগরিকত্ব কেড়ে নেয় না, নাগরিকত্ব দেয়। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে নাড্ডা বলেন, মমতাদির কাছে আগে রাজনীতি, তারপরে দেশ। তাই উনি নাগরিকত্ব আইনের বিরোধীতা করছেন।


জেপি নাড্ডা বলেন, নয়া এই আইনের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের সম্মান জানিয়েছে কেন্দ্রীয় সরকার। দলিত থেকে মতুয়া, সবাই ভারতের নাগরিকত্ব পাবেন। জেপি নাড্ডা বলেন, ২৬শে ডিসেম্বর, ১৯৪৭ সালে মহাত্মা গান্ধী বলেছিলেন, শিখ এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা পাকিস্তানে বসবাস করছেন তারা চাইলে ভারতে ফেরত আসতে পারেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তার প্রতিশ্রুতি সম্পূর্ণ করেছেন।

জেপি নাড্ডা বলেন, দেশ বিভাজনের সময় কাবুলে ৫০ হাজার শিখ সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল। আজ তাদের সংখ্যা মাত্র ২০০০। কোথায় গেলো তারা ? কারা এদের সুরক্ষা দেবে ?

বিজেপির অভিযোগ, লাগাতার মিথ্যা প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দিল্লি থেকে নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।