দেশের থেকে কি ভোটব্যাঙ্ক বড়? মমতার সময় শেষ, আমরা আসছি: জেপি নাড্ডা
কলকাতা: কলকাতায় এসে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। তৃণমূল নেত্রীকে আক্রমণ করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় শেষ। জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করা নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের বিরোধিতা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই প্রসঙ্গ তুলেই তাঁকে কটাক্ষ করলেন বিজেপি নেতা।
জেপি নাড্ডা বলেন, ভোট ব্যাঙ্ক কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জাতীয় স্বার্থের থেকেও গুরুত্বপূর্ণ? তা না হলে ওঁকে প্রশ্ন করতে চাই, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা কেন করছিলেন? ওঁর (মমতা বন্দ্যোপাধ্যা) কাছে জানতে চাই, আপনি কি কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপকে সমর্থন করেন? কেন তৃণমূল ওই পদক্ষেপের বিরোধিতা করল এর জবাব ওঁকে দিতে হবে।
জেপি নাড্ডা বলেন, দেওয়ালের লিখন পরিষ্কার। ওঁর সরকারের সময় শেষ। বিজেপির পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা কেবল সময়ের অপেক্ষা। রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপিই ক্ষমতা দখল করবে বলেও জানান নাড্ডা। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও জেপি নাড্ডা আক্রমণের নিশানায় ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও। নাড্ডা বলেন, ভারতের বিরোধিতা করার সময় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর করা মন্তব্য পাকিস্তান রাষ্ট্রপুঞ্জে ব্যবহার করছে। এটা জাতীয়তাবাদ? এটা দেশভক্তি?