ইউপিএ আমলে ৬০০ বার হানা, চিন দখল করেছে ভারতের ৪৩,০০০ বর্গ কিমি, মনমোহনকে পাল্টা বিজেপির
নয়াদিল্লি: পূর্ব লাদাখের গালওয়ানে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হওয়ার ঘটনায় সোমবার মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে সবসময়ই তিনি কি বলছেন সেই সম্পর্কে সচেতন থাকতে হবে। মনমোহন সিং বলেন, জনগণকে মিথ্যা আশ্বাস দেয়া মানে তাঁদের প্রতি ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা করা।
প্রাক্তন প্রধানমন্ত্রীকে কংগ্রেসের রেকর্ড মনে করিয়ে পাল্টা জোর আক্রমণ করলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডা। তাঁর অভিযোগ, মনমোহনের আমলে ৪৩,০০০ কিলোমিটার ভারতীয় জমি কেড়ে নিয়েছে চিন। ইউপিএ আমলে কৌশলগত ভাবে পরাজিত হয়েছে ভারত কোনও লড়াই ছাড়াই।
জে পি নাড্ডার প্রশ্ন, চিনের কৌশল নিয়ে মনমোহনের যদি এতই মাথা ব্যাথা থাকে, তাহলে ৪৩,০০০ বর্গ কিলোমিটার জমি কিভাবে তিনি ছেড়ে দিলেন। ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে ৬০০ বার চিন ভারতে হানা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।
বিজেপি সভাপতি বলেন, মনমোহন সিং বিভিন্ন বিষয় নিয়েই কথা বলতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিয়ে কথা বলা তাঁর সাজে না। জে পি নাড্ডা বলেন, ইউপিএ আমলেই ধীরে ধীরে এই পদের গরিমা ক্ষুণ্ণ হয়েছিল। একই সঙ্গে সেনাবাহিনীর মর্যাদা নষ্ট হয়েছিল। এনডিএ সরকার ক্ষমতায় ফেরার পরই এই দুই বিষয় ঠিক করা হয়েছে।