নিহত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পণ জেপি নাড্ডার
কলকাতা: আজ মহালয়া। আজ থেকে দেবীপক্ষের শুরু। শুরু হবে দুর্গাপূজার ক্ষণগণনাও। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তি প্রতিষ্ঠায় মর্ত্যে আসবেন দেবী দুর্গা। আজ ভোরে মহালয়ার ঘট স্থাপন, বিশেষ পূজা আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আবাহন জানানো হয়। আজ মহালায়ার পূণ্য লগ্নে কলকাতায় দলের খুন হওয়া কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পণ করলেন বিজেপি নেতারা।
তর্পণের সময় উপস্থিত ছিলেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায়, অনুপম হাজরা, রাহুল সিনহার মতো নেতারা। ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষের বলি হওয়া বিজেপি কর্মী-সমর্থকদের পরিবারের সদস্যরাও। রাজ্যের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা হয়েছে মৃত বিজেপি কর্মীদের অস্থিকলস। যা তর্পণ শেষে গঙ্গায় ভাসানো হয়।
Kolkata: BJP Working Pres JP Nadda, BJP National General Secretary Kailash Vijayvargiya & party’s state Pres Dilip Ghosh at a ceremony to perform ‘tarpan'(ritual of paying homage to ancestors) for party workers killed in political violence in the state. pic.twitter.com/fvWiDEFBB5
— ANI (@ANI) September 28, 2019
এদিন বাগবাজার গঙ্গার ঘাটে বিজেপির তর্পণ কর্মসূচিতে পুরুলিয়া থেকে এসেছিলেন ৬টি পরিবার। এছাড়াও আসেন বীরভূমের নানুরে খুন হয়ে যাওয়া স্বরূপ গড়াইয়ের পরিবারও। এছাড়া সন্দেশখালিতে নিহত তিন বিজেপি কর্মীর পরিবারের সদস্যরাও ছিলেন। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়ভিটে নিহত দুই ছাত্রের পরিবারও।
বিজেপি নেতারা জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক হিংসা যে বিজেপি কর্মী সমর্থকরা খুন হয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনায় এই তর্পণ। বিজেপির দাবি, পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত বাংলায় ৮০ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে।