Tuesday, March 25, 2025
Latestরাজ্য​

বাংলায় জঙ্গলরাজ চলছে, সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছেন মমতা: জেপি নাড্ডা

কলকাতা: বাংলায় জঙ্গলরাজ চলছে, নেই আইন-কানুনও। শনিবার মহালয়ার দুপুরে তৃণমূলকে বিঁধে এমনই মন্তব্য করলেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি। শুক্রবারই জেপি নাড্ডা কলকাতায় এসেছেন দলীয় এক কর্মসূচিতে অংশ নিতে। আর এসে থেকেই তৃণমূল সরকারকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করে চলেছেন তিনি।

মহালয়ার দুপুরে জেপি নাড্ডা অভিযোগ তোলেন, বাংলায় ‘জঙ্গল রাজ’ এবং ‘সন্ত্রাসের রাজত্ব’ চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেপি নাড্ডা শনিবার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের পর বাগবাজার ঘাটে রাজ্যে রাজনৈতিক হিংসার বলি হওয়া বিজেপি কর্মীদের জন্য তর্পণ করেন।

মহালয়ার সকালে বিজেপির তরফে রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহত দলীয় কর্মীদের জন্য ‘গণ তর্পণ’ আয়োজিত হয়। তৃণমূল  সরকারের সময় শেষ হয়েছে বলে দাবি জেপি নাড্ডা। তিনি বলেন, পশ্চিমবঙ্গে ‘রাজনৈতিক হিংসার বলি হওয়া বিজেপি কর্মীদের পরিবারের সদস্যরা ন্যায়বিচার পাচ্ছেন না। জেপি নাড্ডা বলেন, তৃণমূল পশ্চিমবঙ্গে ‘জঙ্গল রাজ’ এবং ‘সন্ত্রাসের রাজত্ব’ চালাচ্ছে। এখানে আইনের কোনও শাসন নেই।

নাড্ডা বলেন, বাংলায় ন্যায় নেই, পুলিশ এখানে নীরব দর্শক। মৃত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে আমি কথা বলেছি। তাঁরা আমায় বলেছে, এখনও কোনও অভিযোগই জমা নেয়নি পুলিশ। দোষীরা ঘুরে বেরাচ্ছে বহাল তবিয়তে।

জেপি নাড্ডা আরও বলেন, তৃণমূল সরকারের পতন হলেই এই ‘জঙ্গল রাজ’ শিগগিরই শেষ হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত বাংলায় তাঁর রাজনৈতিক ভিত্তি হারাচ্ছেন। মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর কোনও দূরদৃষ্টিই নেই।