Friday, June 20, 2025
Latestরাজ্য​

বিজেপি প্রার্থী জয়প্রকাশকে লাথি মেরে ঝোপের মধ্যে ফেলে দিল ‘লুঙ্গি পরা দুষ্কৃতী’

নদিয়া: রাজ্যের কালিয়াগঞ্জ, খড়গপুর সদর এবং করিমপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে। করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। করিমপুর আসনে বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়প্রকাশকে মাটিতে ফেলে মারধর করল দুষ্কৃতীরা।

সোমবার সকালে উপনির্বাচন চলাকালীন জয়প্রকাশকে পিপুলখোলা এলাকায় রাস্তায় ফেলে কিল-চড়ের পাশাপাশি লাথি মেরে ঝোপের ভিতর ফেলে দেওয়া হয়। ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিজেপির অভিযোগ, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই জয়প্রকাশকে বেধড়ক মারধর করা হয় বলে। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।


বিজেপির অভিযোগ, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ পিপুলখোলা এলাকার একটি বুথে যান জয়প্রকাশ। সেই সময় তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে একদল দুষ্কৃতী। এলোপাথাড়ি লাথি-কিল-চড় মারা হয় তাঁদের প্রার্থী জয়প্রকাশকে। লাথি মেরে রাস্তার পাশের একটি ঝোপের ভিতর ফেলে দেয় জয়প্রকাশকে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

জয়প্রকাশ মজুমদার বলেছেন, ভোট লুঠে বাধা দেওয়াতেই মারধর করা হয় আমাকে। নির্বাচন কমিশনকে সবকিছু জানিয়েছি। গুন্ডা নামিয়ে নির্বাচন করানো হচ্ছে। ভিডিও মিথ্যা বলে না।

প্রসঙ্গত, তৃণমূলের মহুয়া মৈত্র সাংসদ হয়ে করিমপুর আসনটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হচ্ছে। এই ঘটনা নিয়ে মহুয়া মৈত্র কিছু বলতে চাননি।