Sunday, June 22, 2025
Latestরাজ্য​

জয়েন্টে কেন বাংলায় প্রশ্নপত্র নয়, প্রতিবাদে আন্দোলনে নামছেন মমতা

কলকাতা: ন্যাশনাল টেষ্টিং এজেন্সি (NTA)-র সিদ্ধান্ত অনুযায়ী হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবার গুজরাটি ভাষাতেও জয়েন্ট এন্ট্রান্স (মেইন) দেওয়া যাবে। শুধুমাত্র গুজরাটি ভাষাতেই কেন পরীক্ষার প্রশ্নপত্রে আঞ্চলিক ভাষা হবে? নয়া নির্দেশিকার বিরোধিতায় প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সুরেই অন্য আঞ্চলিক ভাষাতেও পরীক্ষা নেওয়ার দাবি তুলছে অন্য রাজ্যগুলো।

গুজরাটি ছাড়া অন্যান্য আঞ্চলিক ভাষাগুলি কেন ব্রাত্য- এই নিয়েই সাংসদ এবং বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অন্য ভাষাতেও জয়েন্টের প্রশ্নপত্র হওয়া উচিৎ। আমার গুজরাটি ভাষায় কোনও আপত্তি নেই। কিন্তু বাংলা বা অন্যান্য ভাষাগুলি ব্রাত্য থাকবে কেন? বাংলাসহ অন্যান্য ভাষাতেও চালু করতে হবে জয়েন্ট এন্ট্রান্স।

মুখ্যমন্ত্রী জানান, আগামী ১১ নভেম্বর রাজ্যজুড়ে বাংলা এবং অন্যান্য ভাষাতেও জয়েন্ট এন্ট্রান্স মেইন চালু করার দাবিতে কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, ভাষা বৈষ্যম্যের প্রতিবাদেই অনুষ্ঠিত হবে এই কর্মসূচি।


একাধিক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ভারত বহু ভাষা, ধর্ম, সংস্কৃতি, গোষ্ঠীর দেশ। তবে কেন্দ্রের মোদী সরকারের উদ্দেশ্য সব ধর্ম ও আঞ্চলিক ভাষাকে অসম্মান করা। ইংরেজি ও হিন্দিতে সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা নেওয়া হয়। এবার যোগ হল গুজরাটি ভাষা। এই পদক্ষেপ মোটেই প্রশংসনীয় নয়। আমি গুজরাটি ভাষাকে ভালোবাসি ঠিকই। তবে কেন্দ্রীয় সরকারকে উত্তর দিতে হবে অন্য আঞ্চলিক ভাষাগুলিকে কেন উপেক্ষা করা হচ্ছে? গুজরাটিকে যদি জয়েন্ট এন্ট্রান্স (মেইন)-এর আঞ্চলিক ভাষা করা হয়, তবে যুক্ত করতে হবে বাংলা-সহ সব আঞ্চলিক ভাষাই। আঞ্চলিক ভাষায় কথা বলা মানুষের ভাবাবেগে আঘাত সহ্য করব না। এই বিমাতৃসুলভ আচরণে কোনও পরিবর্তন না হলে আমরা প্রতিবাদ করবই।