পশুপ্রাণীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থাকে নিজের মারুতি জিপসি দান করলেন পশুপ্রেমী জন আব্রাহাম
মুম্বাই: বলিউড তারকা জন আব্রাহামের পশুপ্রেমের কথা অজানা নয়। এবার পশুপ্রাণীদের নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে নিজের মারুতি জিপসি (Maruti Gypsy) গাড়ি দান বলিউড অভিনেতা জন আব্রাহাম। অ্যানিম্যাল ম্যাটার টু মি (Animal Matter to Me সংক্ষেপে AMTM) এ কথা জানিয়েছে।
AMTM জানিয়েছে, আব্রাহমের দেওয়া ওই গাড়িটি মহারাষ্ট্রের কোলাডে অভয়ারণ্যের নানা কাজে ব্যবহৃত হবে। আহত প্রাণীদের উদ্ধার করা, চিকিৎসার প্রয়োজনে কোলাড থেকে মুম্বাই যাতায়াতে গাড়িটি কাজে লাগানো হবে।
অভিনেতাকে এজন্য ধন্যবাদ জানিয়ে AMTM জানিয়েছে, পাঁচ বছর ধরে জন আব্রাহাম আমাদের সংস্থার পাশে রয়েছেন। এজন্য আমরা খুবই কৃতজ্ঞ। আগামীদিনে আমাদের তরফে সেরাটা করার চেষ্টা করব।

AMTM মূলত পরিত্যক্ত প্রাণী, পাখি ও সরীসৃপদের যত্ন করে রাখে। আহত অবস্থায় কোনও প্রাণী পড়ে থাকার খবর পেলে তাদের উদ্ধার করে এনে সেবাযত্ন করে। করোনা পরিস্থিতিতে বহু পশু পাখীকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছিল সংস্থাটি।
উল্লেখ্য, যে গাড়িটি অভিনেতা দান করেছেন সেটি তাঁর মডেলিং কেরিয়ার শুরুর দিকে কেনা। ফলে স্বভাবতই গাড়িটির সঙ্গে বহু স্মৃতি, আবেগ জড়িয়ে রয়েছে। পরবর্তীকালে একাধিক বিলাসবহুল গাড়ি কিনলেও এই গাড়িটির প্রতি বরাবরই টান ছিল অভিনেতার। তাঁর সংগ্রহে আছে Nissan GT-R, Audi Q7, Lamborghini Gallardo, Aprilia RSV4, Kawasaki Ninja ZX-14R, Ducati Panigale V4 এবং MV Agusta Brutale 800 এর মতো জনপ্রিয় সব গাড়ি। পাশাপাশি, তাঁর গ্যারেজে থাকত কেরিয়ারের অন্যতম সঙ্গী মারুতি সুজুকি জিপসিটি। অনেকগুলি বিলাসবহগুল গাড়ি থাকা সত্ত্বেও এই গা়ড়িটিও তিনি নিয়মিত ব্যবহার করতেন। তবে গাড়িটি এই স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করে খুশি অভিনেতা নিজেও।


