Saturday, February 8, 2025
রাজ্য​

খোদ মমতার কলেজে সরস্বতী পুজোয় বাধা, ধর্ষণের হুমকি, অভিযুক্ত তৃণমূল নেতা সাব্বির আলী 

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যোগেশ চন্দ্র চৌধুরি ল কলেজে সরস্বতী পুজো নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কলেজের পড়ুয়াদের অভিযোগ, তৃণমূল ছাত্র নেতা সাব্বির আলী ও তাঁর দলবল সরস্বতী পুজোয় বাধা দিচ্ছেন। পুজো আয়োজনে বাধা দেওয়ার পাশাপাশি ধর্ষণ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে কলেজের পড়ুয়ারা চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়ের কাছেও অভিযোগ জমা পড়েছে।  

অধ্যক্ষ পঙ্কজ রায় জানান, সাব্বির আলী ও তাঁর দলবলের ভয়ে কলেজে যেতে পারছেন না তিনি। গত বছর কলেজে ঢোকার সময় তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছে বলে তিনি জানান। পঙ্কজবাবু বলেন, “৪০ বছরের শিক্ষকতা জীবনে এমন ঘটনা কখনও দেখিনি। এখানে রাজনীতি নয়, অর্থনীতি চলছে। অর্থাৎ টাকা দিতে হবে, নাহলে ঝামেলা তৈরি করা হবে।” তিনি আরও বলেন, কলেজের গর্ভানিং বডি পুজোর জন্য নির্দিষ্ট টাকা দিলেও সাব্বির আলী ও তাঁর দল তা মানতে নারাজ।  

পড়ুয়াদের অভিযোগ, সাব্বির আলী ও তাঁর দলবল বাইরের গ্রুপ। তারা তোলাবাজি করে কলেজে সরস্বতী পুজো বন্ধ করতে চাইছে। পড়ুয়াদের মারধর ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এক পড়ুয়া বলেন, “পুজো করার অধিকার সকলের আছে। তাহলে আমাদের বাধা দেওয়া হচ্ছে কেন? আমাদের বলা হচ্ছে, সরস্বতী পুজো করলে মেরে ফেলা হবে।”  

সাব্বির আলীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ জমা পড়েছে। আদালতের নির্দেশে বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ থাকলেও সাব্বির ও তাঁর দলবলের তাণ্ডব অব্যাহত রয়েছে বলে অভিযোগ। অধ্যক্ষ পঙ্কজ রায় ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, স্বরাষ্ট্র সচিব, সিপি ও ডিসি সাউথকে বিষয়টি জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।  

এই ঘটনায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পড়ুয়া ও শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশ্ন উঠেছে, কলেজ ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও প্রশাসন কেন ব্যর্থ হচ্ছে।

ছবি-তথ্যসূত্র: টিভি নাইন বাংলা