Tuesday, April 29, 2025
আন্তর্জাতিক

বাইডেন-পুতিন করমর্দন, প্রথমবারের মতো মুখোমুখি দুই বিশ্বনেতা

জেনেভা: প্রস্তাবটা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই প্রস্তাবে সাড়া দিয়ে বৈঠকে বসলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার সুইজারল্যান্ডের জেনেভা ভিলার বাইরে করমর্দন করেন দুই প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র-রাশিয়ার দীর্ঘ উত্তেজনার মধ্যেই পারস্পরিক বোঝাপড়ায় পৌঁছতে বৈঠকে বসেছেন তাঁরা।

যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যকার সম্পর্ক কোনওদিনই খুব একটা সুখকর নয়। দুই নেতার মধ্যে পাঁচ ঘণ্টা বৈঠক হবে। সবমিলিয়ে ইতিহাসের সাক্ষী হল জেনেভা। এ দিনের আলোচনায় উঠতে পারে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার হামলা, মানবাধিকার, ইউক্রেন, বেলারুশ, কৌশলগত স্থিতিশীলতা, আঞ্চলিক দ্বন্দ্ব-সংঘাত, অস্ত্র নিয়ন্ত্রণ, করোনা মহামারি, জলবায়ু পরিবর্তন প্রভৃতি বিষয়।

বাইডেনের পাশে বসে পুতিন তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আজকের আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। বাইডেন বলেন, দুই নেতা সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নির্ধারণ করার চেষ্টা করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাইডেন এই প্রথম পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসলেন। তাঁদের এই বৈঠক নিয়ে শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও জোর আলোচনা চলছে।

বৈঠকে যোগ দিতে মঙ্গলবার রাতেই জেনেভায় পৌছন বাইডেন। বুধবার স্থানীয় সময় দুপুর ১২টায় পৌছন পুতিন। তাঁদেরকে স্বাগত জানান সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাউ পারমেলিন। তিনি বলেন, আশা করছি এই বৈঠক ফলপ্রসু হবে। উভয় দেশের উপকার হবে। জেনেভা পৃথিবীর শান্তির শহর। আশা করছি এই বৈঠক বিশ্বশান্তি বয়ে আনবে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।