Wednesday, November 19, 2025
আন্তর্জাতিক

টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন জো বাইডেন এবং কমলা হ্যারিস

ওয়াশিংটন: টাইম ম্যাগাজিনের ২০২০ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব (Time Person of the Year 2020) নির্বাচিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস (Kamala Harris)। বৃহস্পতিবার সন্ধ্যায় ২০২০ সালের সেরা ব্যক্তিত্ব হিসেবে যৌথভাবে বাইডেন-কমলার নাম ঘোষণা করে টাইম ম্যাগাজিন।

এবছর টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব হওয়ার দৌঁড়ে ছিলেন বাইডেন, হ্যারিস, ডোনাল্ড ট্রাম্প ছাড়াও যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফউসি এবং করোনামোকাবিলায় সামনা-সামনি লড়াই করে যাওয়া স্বাস্থ্যসেবা কর্মীরা। তবে সবাইকে পিছনে ফেলে বর্ষসেরা ব্যক্তিত্বের মুকুট উঠলো বাইডেন-কমলার মাথায়।

বর্ষসেরা নির্বাচিত হওয়া বাইডেন-কমলার ছবি দিয়ে সর্বশেষ সংখ্যার প্রচ্ছদ প্রকাশ করেছে টাইম। এর সাবটাইটেল দেয়া হয়েছে ‘চেঞ্জিং আমেরিকাস হিস্টোরি’ অর্থাৎ ‘আমেরিকার ইতিহাস বদলাচ্ছে’।

উল্লেখ্য, গত ৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউসের টিকিট পেয়েছেন বাইডেন। বাইডেনের ঝুলিতে পড়েছে ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট, আর ট্রাম্পের ঝুলিতে পড়েছে ২৩২টি।

১৯২৭ সাল থেকে প্রতিবছরই বর্ষসেরা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে আসছে টাইম ম্যাগাজিন। গতবছর জলবায়ু আন্দোলনকারী কিশোরী গ্রেটা থানবার্গ (Greta Thunberg) জিতেছিলেন টাইমের বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব। ২০১৬ সালে জিতেছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।