Tuesday, June 24, 2025
দেশ

দক্ষতা অনুযায়ী কাজ পাবেন পরিযায়ী শ্রমিকরা, বিশেষ App আনছে মোদী সরকার

নয়াদিল্লি: মারণ করোনা রুখতে দেশজুড়ে চলছে দফায় দফায় লকডাউন। যার জেরে সবচেয়ে বেকাদায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের নানা সমস্যার কথা একাধিকবার সামনে এসেছে৷ লকডাউনে পায়ে হেঁটেই অনেকে বাড়ি ফিরেছেন৷ পথেই অনেকের মৃত্যু হয়েছে তাঁদের। এবার তাঁদের দুরবস্থা দূর করতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার৷ তাঁদের জন্য বিশেষ প্রকল্প আনতে চলছে কেন্দ্র৷

সূত্রের খবর, পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ অ্যাপ আনছে মোদী সরকার৷ অ্যাপটি শ্রম দফতরের সঙ্গে যুক্ত থাকবে৷ এতে পরিযায়ী শ্রমিকদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের দক্ষতার কথা উল্লেখ করা থাকবে৷ নিজ নিজ যোগ্যতায় কাজ পেতে পাবেন শ্রমিকরা৷ এমনটাই ভাবছে মোদী সরকার৷

এক সরকারি আধিকারিক জানিয়েছেন, জন ধন যোজনার কাজ যেভাবে হয়, সেভাবেই হবে এই নতুন অ্যাপের কাজ৷ শুধু কাজ পাওয়া নয়, যদি কোনও শ্রমিক নিজে স্বাধীনভাবে কাজ করতে চান, তাহলে তিনি সেটা করার ও সুযোগ পাবেন৷

মোদী সরকার মনে করছে, আনলকের প্রথম পর্বে ধীরে ধীরে খুলেছে কল-কারখানা। কিন্তু শ্রমিকের অভাবে কাজ এগোচ্ছে না সেভাবে৷ এসব জায়গায় কাজে লাগানো যেতে রাজ্যে ফেরা পরিযায়ীদের৷ কেন্দ্রের তৈরি এই অ্যাপের মাধ্যমে কাজ পেয়ে যেতে পারে বর্তমানে বাড়িতে বসে থাকা পরিযায়ীরা।