বিহার থেকে গ্রেফতার ‘দেশদ্রোহী’ শারজিল ইমাম
পাটনা: সিএএ বিরোধী আন্দোলনকারী জেএনইউয়ের ছাত্র তথা দিল্লির শাহিন বাগ বিক্ষোভের মূল উদ্যোক্তা শারজিল ইমামকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিহারের জেহানাবাদ থেকে গ্রেফতার করল পুলিশ। জামিয়ায় গিয়ে গত ২৫ জানুয়ারি বিদ্বষপূর্ণ বক্তৃতা দিয়েছিলেন তিনি। অসম সহ উত্তর পূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করার ডাক দিয়েছিলেন তিনি।
দেশের ৬টি রাজ্যে (অসম, অরুণাচল প্রদেশ, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, মণিপুর) শারজিল ইমামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। বর্তমানে জেএনইউ-এর সেন্টার ফর হিসটোরিকাল স্টাডিজের ছাত্র শারজিল। শারজিলের আগে তার ভাই মুজাম্মিল ইমামকে গ্রেফতার করে পুলিশ।
JNU Student Sharjeel Imam has been arrested from Jahanabad,Bihar by Delhi Police. Imam had been booked for sedition by Police. More details awaited. pic.twitter.com/7zFmWFbWIf
— ANI (@ANI) January 28, 2020
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন শারজিল ইমামকান্ডে শেষ পর্যন্ত দিল্লি পুলিশের সঙ্গে সহযোগিতা করবে বিহার পুলিশ। গত এক সপ্তাহ ধরে তাঁকে খোঁজ করছিল পুলিশ। অবশেষে বিহারের জাহানাবাদ থেকে গ্রেফতার করা হয় তাকে।
শারজিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪A (সরকারে এবং আইনের বিরুদ্ধে আপত্তিকর উষ্কািন মূলক কথা বলা), ১৫৩A (ধর্মীয় বিভেদ তৈরি করে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাঁধানো), ৫০৫ (জনগণকে বিপথে চালনার প্রচেষ্টা) ধারায় মামলা দায়ের করা হয়েছে।