Saturday, June 21, 2025
Latestদেশ

পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেব, হুঁশিয়ারি রাজ্যপাল সত্যপাল মালিকের

শ্রীনগর: এবার পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিলেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি বলেন, পাকিস্তান যদি ফের কাশ্মীরে নাশকতা চালায় তাহলে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সেখানকার জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেবে ভারতীয় সেনা। যদি না পাক জঙ্গিরা ভারত বিরোধী কার্যকলাপ বন্ধ করে। আমরা পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে আসব।

রাজ্যপাল সত্যপাল মালিক বলেন, নিঃসন্দেহে যুদ্ধবিগ্রহ খারাপ জিনিস। পাকিস্তানের উচিৎ নিজেদেরকে সংযত করা। ওরা নিজেদের সংশোধন না করলে ভবিষ্যতে গতকাল যা ঘটেছে, তার চেয়েও খারাপ কিছু হবে। ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে সেখানকার জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেবে।


বিনা প্ররোচনায় গুলি চালালে দুজন ভারতীয় সেনা জওয়ান ও একজন নিরপরাধ নাগরিক নিহত হওয়ার পর পাকিস্তানকে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানি হামলায় ৩ জন জখমও হন, একটি বাড়ি, দুটি গোয়াল, একটি চালের গোডাউন পুরোপুরি ধ্বংস হয়। পাল্টা জবাবে ভারতীয় সেনা তাংধার, কেরান ও নগাঁও এলাকার ঠিক উল্টোদিকে পাকিস্তানিরা জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয়। এই হামলায় ৬ থেকে ১০ জন পাক সেনার মৃত্যু হয়েছে। প্রায় ৩৫ জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে খবর।

এরপর জম্মু-কাশ্মীরের রাজ্যপাল নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন। সেই সঙ্গে নতুন কাশ্মীরের স্বপ্নের কথাও বলেছেন তিনি। রাজ্যপালের কথায়, আগামী ১ নভেম্বর থেকে নতুন কাশ্মীর হবে। চারপাশে যে যুবকরা ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রশ্ন করতে চাই, তোমরা জীবনে কী অর্জন করেছে? রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে অবদান রাখো।