Sunday, March 16, 2025
দেশ

বিশ্বের বৃহত্তম ও আকর্ষণীয় ট্যুরিস্ট হাব হবে জম্মু-কাশ্মীর: মোদী

নয়াদিল্লি: বৃহস্পতিবার রাতে কাশ্মীর প্রশ্নে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে নিজের বক্তব্য প্রদান করেন মোদী। মোদী বলেন, লাদাখ হয়ে উঠতে পারে দেশের সবচেয়ে বড় ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এখানকার ভেষজ সম্পদ বিশ্বের কাছে তুলে ধরতে হবে। সৌরশক্তি উৎপাদনে নতুন পথ দেখাতে পারে লাদাখ। শিক্ষা, স্বাস্থ্য-সহ সব বিষয়ে কেন্দ্রের সর্বোপরি সাহায্যের আশ্বাস দেন তিনি।

মোদী বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের বাসিন্দাদের জন্য এবার কেন্দ্রীয় প্রকল্পের দরজা খুলে গিয়েছে। তাঁদের কল্যাণে এবার দ্রুত পদক্ষেপ করবে সরকার। অতি দ্রুত সরকারি কর্মী, পুলিশ ও সেনাবাহিনীতে উপত্যকার বাসিন্দাদের নিয়োগ শুরু হবে।

প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরে পর্যটনক্ষেত্র তৈরি হবে। ভারতীয়র পাশাপাশি বিদেশি ছবির শ্যুটিং হবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে। দশকের পর দশক ধরে স্থগিত সরকারি প্রকল্পগুলি এবার বাস্তবায়িত হবে। লাদাখকে সামনে রেখে ওষুধশিল্প গড়ে তোলা হবে।

উপত্যকার বাসিন্দাদের প্রতি মোদীর আহ্বান, আসুন সবাই মিলে সন্ত্রাসমুক্ত, বিচ্ছিন্নতাবাদমুক্ত এমন এক শান্তির উদ্যান গড়ে তুলি কাশ্মীরকে, যাতে সারা বিশ্বে নজির তৈরি হবে।