Monday, November 17, 2025
রাজ্য​

এবার তৃণমূল ছাড়লেন দলের হেভিওয়েট নেতা জিতেন্দ্র তিওয়ারি

‌কলকাতা: ফের ভাঙন ঘাস ফুল শিবিরে। শুভেন্দু অধিকারীর পর এবার জিতেন্দ্র তিওয়ারি। গতকাল বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলের সঙ্গে দীর্ঘ দু’দশকের সম্পর্কের অবসান ঘটান শুভেন্দু অধিকারী। তার মাত্র একদিন পরেই এবার তৃণমূল ছাড়লেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।

বৃহস্পতিবার আসানসোলের পুর প্রশাসকের পদ ছাড়ার পর তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন জিতেন্দ্র তিওয়ারি। এদিন পাণ্ডবেশ্বরে তাঁর কার্যালয়ে হামলার পরই দল ত্যাগের সিদ্ধান্ত নেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁর অভিযোগ, ওরা চাইছে না আমি দলে থাকি।

তৃণমূল ছাড়ার আগে জিতেন্দ্র তিওয়ারি জানান, এদিন জেলা প্রশাসকের পদ থেকে ইস্তফা দেওয়ার পরই পাণ্ডবেশ্বরে তাঁর বিধায়ক কার্যালয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। সেখানকার সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে লুঠপাট চালানো হয়। তাঁর অভিযোগ, এই ঘটনা কলকাতার কিছু নেতার নির্দেশে হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যে দলে জেলা প্রশাসকের পদ ছাড়ার পর কার্যালয়ে এভাবে হামলা চালানো হয়, সেই দলে থাকার কোনও যৌক্তিকতা নেই। এই হামলার জেরেই তিনি জেলা সভাপতি–সহ তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানান। তবে এখনও বিধায়ক পদ ছাড়েননি জিতেন্দ্র। এ বিষয়ে তিনি বলেন, বিধায়ক পদ ছাড়ার বিষয়ে পাণ্ডবেশ্বরের মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।

প্রসঙ্গত বলে রাখি, শুক্রবারই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল জিতেন্দ্র তিওয়ারির। সেখানেই সব সমস্যা সমাধান হওয়ার কথা ছিল। তবে তার আগেই আসানসোলের পুর প্রশাসকের পদ থেকে পদত্যাগ করে বসলেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।