Friday, April 26, 2024
সম্পাদকীয়

জিও ফোন প্রি বুকিং করবেন যেভাবে

রিলায়েন্স সংস্থার ৪০তম বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি বিনামূল্যে ‘জিও ফোন’ বাজারে নিয়য়ে আসার ঘোষণা করলেন।২.৪ ইঞ্চি চওড়া স্কিন, ৪জিবি স্টোরেজ, ৫১২এমবি র‌্যাম, ডুয়াল সিম, ২ মেগাপিক্সেল ক্যামেরা ও সেলফি তোলার জন্য ভিজিএ ক্যামেরা ইত্যাদি সুবিধা রয়েছে এই ফোনে। জিও ফোন ব্যবহারকারীরা মাসিক ১৫৩ টাকায় ভয়েস কল ও আলিমিটেড ডেটা পেয়ে যাবেন ৷ আগামি ২৪ আগস্ট থেকে জিও ফোনের প্রি বুকিং শুরু হবে। তাই আপনি যত আগে প্রি বুকিং করবেন, তত তাড়াতাড়ি ফোনটি হাতে পাবেন। জেনে নিন জিও ফোনটি কিভাবে প্রি বুকিং করবেন খুব সহজেই-

  • রিলায়েন্স কোম্পানির ওয়েবসাইটে(http://www.ril.com/) ঢুকে ফোনটি প্রি বুকিং করতে পারবেন।
  • Jio.com বা জিও ডিজিটাল স্টোর থেকে প্রি বুকিং করতে পারবেন৷
  • MyJio App থেকেও খুব সহজে প্রি বুকিং করতে পারবেন।
  • দেশের যেকোন রিলায়েন্স স্টোরগুলি থেকে প্রি বুকিং করতে পারবেন।

তবে ২৪ আগস্টের আগে আপনি জিও ফোনটি প্রি-বুকিং করতে পারবেন না। ২৪ আগস্টের পর থেকেই প্রি-বুকিং করতে পারবেন। ব্যাস তাহলেই সেপ্টেম্বর মাসে ফোনটি হাতে পেয়ে যাবেন আপনি ৷