ঝাড়খণ্ড বিধানসভায় পাঁচ দফায় ভোটগ্রহণ, প্রথম দফা ৩০ নভেম্বর
নয়াদিল্লি: ৮১ আসনের ঝাড়খণ্ডে বিধানসভায় ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোটগ্রহণপর্ব হবে পাঁচ দফায়, আগামী ৩০ নভেম্বর থেকে শুরু করে ভোট চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। ফলপ্রকাশ হবে ২৩ ডিসেম্বর। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানালেন, পাঁচ দফায় ভোটগ্রহণ হবে- ৩০ নভেম্বর, ৭ ডিসেম্বর, ১২ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর, এবং ২০ ডিসেম্বর।
প্রথম দফায় ৩০ নভেম্বর মোট ১৩টি আসনে ভোটগ্রহণ হবে। ৭ ডিসেম্বর দ্বিতীয় দফায় ভোট হবে মোট ২০টি আসনে। ১২ ডিসেম্বর তৃতীয় দফায় ১৭টি আসনে ভোটগ্রহণ হবে। ১৬ ডিসেম্বর চতুর্থ দফায় ভোট হবে ১৫টি আসনে। ২০ ডিসেম্বর পঞ্চম অর্থাৎ শেষ দফায় ১৬টি আসনে ভোট হবে। ফলাফল ঘোষণা করা হবে ২৩ ডিসেম্বর।
Chief Election Commissioner, Sunil Arora: Phase-1: Polls on 30 November, phase 2: Polls on 7 December, phase 3: Polls on 12 December, phase 4: Polls on 16th December, phase 5: Polls on 20th December, and counting on 23rd December. https://t.co/ZI432DMXdo pic.twitter.com/AhZiX4TAw3
— ANI (@ANI) November 1, 2019
ঝাড়খণ্ডে, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের সঙ্গে জোটে ক্ষমতায় রয়েছে বিজেপি। ঝাড়খণ্ডে রয়েছে রঘুবর দাসের নেতৃত্বাধীন বিজেপি সরকার। ২০১৪ বিধানসভা নির্বাচনে, ৮১ আসনের মধ্যে ৩৫টিতে জিতে ক্ষমতা দখল করে বিজেপি। জোটসঙ্গীর মধ্যে, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন জয় পায় ১৭টি আসন, সংখ্যাগরিষ্ঠতা পায় এনডিএ। কংগ্রেস পায় মাত্র ৬টি আসন। ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপির দখলে রয়েছে ৪৩টি আসন। সম্প্রতি বিভিন্ন বিরোধী দল থেকে আরও ৬ জন বিধায়ক গেরুয়া শিবিরে যোগ দিয়েছে।
২০১৯ লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ডের ১৪টি আসনের মধ্যে ১২টি জেতে বিজেপি। এবারের বিধানসভা নির্বাচনে জোট গড়ে লড়ার ঘোষণা করেছে কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, রদিও এখনও আসন সমঝোতা হয়নি তাদের। ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেসের সভাপতি রামেশ্বর ওঁরা জানিয়েছে, সবকিছুই ঠিক করা, খুব শীঘ্রই মহাজোটের ঘোষণা হবে। বিজেপিকে হারানোর জন্যেই এই মহাজোট।