Friday, June 20, 2025
Latestদেশ

নেতাজির জন্মদিনকে সরকারি ছুটি ঘোষণা করল ঝাড়খন্ড সরকার

রাঁচি: দীর্ঘদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি দিনটিকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানাচ্ছে ফরোয়ার্ড ব্লক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই দাবি জানিয়েছেন। যদিও কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। তবে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ২৩ জানুয়ারি রাজ্যে ছুটি ঘোষণা করলেন।

টুইটে হেমন্ত সোরেন লিখেছেন, ঝাড়খণ্ড নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমি ছিল। ভারতকে স্বাধীন করতে নেতাজির ভূমিকা কখনই ভোলার নয়। আমাদের সকলের নেতাজির থেকে প্রেরণা নেওয়া উচিত। নেতাজির দেখানো পথে চলে যুব সম্প্রদায়কে রাজ্য ও দেশসেবার কাজে নিয়োজিত হতে হবে।

হেমন্ত সোরেনের অফিস থেকেও টুইটে ঘোষণা করা হয়, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ২৩ জানুয়ারি নেতাজি জন্মবার্ষিকীতে রাজ্যজুড়ে ছুটি ঘোষণা করলেন।


নেতাজির সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে ঝাড়খণ্ডের নাম। ঝাড়খণ্ডের ধানবাদের ‘ভাগা’ স্টেশন থেকেই ভারতের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন নেতাজি। ‘ভাগা’ স্টেশন থেকে অনেকবার পালিয়ে যান নেতাজি।