রাজস্থানের উপনির্বাচনে ২৪টি আসনের মধ্যে বিজেপি জিতল ১৯টি
জয়পুর: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে কিছুটা হলেও ব্যাকফুটে অবস্থায় বিজেপি। তবে এসবের মধ্যেও এবার রাজস্থানের ঝালাওয়াড় পৌর কাউন্সিলের (ঝালাওয়ার নগর পরিষদ) উপনির্বাচনে ২৪টি আসনের মধ্যে ১৯টিতে জয়লাভ করল বিজেপি।
ঝালাওয়াড় নগর পরিষদের ২৪টি আসনের মধ্যে ৫টি আসন জিতে দ্বিতীয় স্থানে রয়েছে সে রাজ্যের শাসক দল কংগ্রেস। ৩৫ ওয়ার্ডের নগর পরিষদে ১৯টি আসনে জিতে ঝালাওয়াড় নগর পরিষদ দখল করল বিজেপি। বিজেপি নেতারা জেলা কালেক্টর সিদ্ধার্থ সিহাগের সাথে দেখা করেছেন এবং চেয়ারম্যান হিসাবে তাঁদের পদ দাবি করেছেন।
राजस्थान में नगर पालिका और नगर परिषद में हुए उपचुनाव में @BJP4Rajasthan की प्रचंड विजय पर सभी प्रत्याशियों व कार्यकर्ताओं को हार्दिक बधाई। इन चुनाव परिणामों से साबित हो चुका है कि प्रदेश की जनता का कांग्रेस के कुशासन से अब मोहभंग हो चुका है।
आभार राजस्थान !— Vasundhara Raje (@VasundharaBJP) February 20, 2020
ঝালাওয়াড় নগর পরিষদের ৩৫টি ওয়ার্ডের মধ্যে ২৪ টি ওয়ার্ডের কাউন্সিলর পুরসভার সভাপতি মনিষ শুক্লার কাজে অসন্তুষ্ট হয়ে পদত্যাগ করেন। এরপরেই ২৪টি শূন্য ওয়ার্ডে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৬ ফেব্রুয়ারি ঝালাওয়াড়ে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপনির্বাচনে ২৪ টি আসনের মধ্যে ১৯টি আসনে জয়লাভ করল বিজেপি। আর রাজ্যের শাসক দল কংগ্রেস মাত্র পাঁচটি আসন পেল। এই জয়ের জন্য রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের উন্নয়নমূলক কর্মসূচিকেই তুলে ধরেছেন।