ভারতীয় সেনার বড় সাফল্য, নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড
শ্রীনগর: পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহতদের বলিদান বৃথা যাবে না শপথ নিয়েছিল ভারতীয় সেনা। পুলওয়ামার হামলার চক্রীদের খতম করে সেই শপথ পূরণ করল ভারতীয় সেনা। সেনা-জঙ্গি লড়াইয়ে খতম পুলওয়ামা কাণ্ডের মাস্টারমাইন্ড কামরান। ধ্বংস করা হয় তাদের ঘাঁটিও। মৃত্যু হয়েছে অপর দুই জইশ-ই-মহম্মদের।
জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর রাতে তল্লাশি অভিযান শুরু করা হয়। পুরো বাড়ি ঘিরে ফেলেছিল ভারতীয় সেনাবাহিনী। এর পর শুরু হয় সংঘর্ষ। শহিদ হন এক মেজর-সহ পাঁচ জন। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা। সংঘর্ষে নিহত হয় জইশ কমান্ডার কামরান। এই কামরানই পুলওয়ামার অবন্তীপোরায় সেনা কনভয়ে আইইডি হামলার মূল চক্রী।
গুলির লড়াইয়ের মাঝে পড়ে নিহত হয়েছেন এক স্থানীয় বাসিন্দাও। সোমবার ভোর রাত থেকে সকাল ৯টা পর্যন্ত সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় চলে। কামরানকে হত্যা করে পুলওয়ামার ৪৯ জন শহিদ সেনার বদলা নিল ভারতীয় জওযানরা।
এদিকে, মিডিয়া ও সেনার দৌলতে কামরানকে হত্যার খবর পান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সময় নষ্ট না করে বড় খবরটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিতে ছোটেন দোভাল। পুলওয়ামায় জওয়ানের মৃত্যুর পর থেকেই বদলার আগুন জ্বলছিল মোদীর মনেও। খবর শুনে প্রধানমন্ত্রী কী প্রতিক্রিয়া দিয়েছেন তা জানা যায়নি।